যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। বাংলাদেশের ১জন নাগরিক হিসেবে যুদ্ধাপরাধের বিচার অন্তর থেকে চাই আমি, চাই দল-মত-নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীর বিচার। যুদ্ধাপরাধের বিচার itself ১টি অপরিহার্য ব্যাপার, অবিশ্যি এর applied আরো কিছু দিকও আছে যেগুলো মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। অন্যতম প্রধান ১টি applied দিক হোল- এই ইস্যুটিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তাদের প্রতি জনসমর্থনকে ব্যাপকভাবে প্রভাবিত কোরবে। applied এই দিকটি দলগুলো ভালোই বুঝতে পারছে, যদিও এটা apply কোরে জনসমর্থন আদায় কোরে নেয়ার ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে লীগ, ভীষণভাবে পিছিয়ে গেছে দল। আর ইস্যুটিকে সাপোর্ট না কোরে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কলঙ্কমুক্ত ও অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠার ১টি সুবর্ণ সুযোগ মিস কোরছে জামায়াত। আমজনতার ১জন নিরপেক্ষ সদস্য হিসেবে যুদ্ধাপরাধের বিচার নিয়ে এই আমার ভাবনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।