আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচার ও এর ফলিত দিক- জনৈক আমজনতার দৃষ্টিতে

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। বাংলাদেশের ১জন নাগরিক হিসেবে যুদ্ধাপরাধের বিচার অন্তর থেকে চাই আমি, চাই দল-মত-নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীর বিচার। যুদ্ধাপরাধের বিচার itself ১টি অপরিহার্য ব্যাপার, অবিশ্যি এর applied আরো কিছু দিকও আছে যেগুলো মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। অন্যতম প্রধান ১টি applied দিক হোল- এই ইস্যুটিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তাদের প্রতি জনসমর্থনকে ব্যাপকভাবে প্রভাবিত কোরবে। applied এই দিকটি দলগুলো ভালোই বুঝতে পারছে, যদিও এটা apply কোরে জনসমর্থন আদায় কোরে নেয়ার ক্ষেত্রে এ পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে লীগ, ভীষণভাবে পিছিয়ে গেছে দল। আর ইস্যুটিকে সাপোর্ট না কোরে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কলঙ্কমুক্ত ও অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠার ১টি সুবর্ণ সুযোগ মিস কোরছে জামায়াত। আমজনতার ১জন নিরপেক্ষ সদস্য হিসেবে যুদ্ধাপরাধের বিচার নিয়ে এই আমার ভাবনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.