ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো...
কিছু কিছূ মেয়াসাবরে দেখতাছি নতুন চিল্লা জুড়ছে। যুদ্ধাপরাধিদের বিচার আর্ন্তজাতিক মানের হতে হবে। সামু বলগে এই লাহান কিছু হট ফিরিস্তি আছে। কিন্তু কথা অইল এই আন্তর্জাতিক মান জিনিষটা কি? কুনো বুঝদার মেহেরবান কি আমারে একটু সমজাইবেন? আমি বড় ধন্ধে আছি।
১৯৭১ সালের আগষ্ট মাসে আমাগো বাড়ি থেইক্যা যখন আমার মকবুল ভাইরে যখন কাউসার রাজাকার ধইরা নিয়া একটু একটু কইরা চামড়া ছিলাইছে, পেলাস দিয়া হের হাত পায়ের নখ উল্টাইছে, একটা একটা কইরা আঙ্গুল কাটছে হের পরে জ্যান্ত কবর দিছে সেইটা কি আর্ন্তজাতিক মানের আছিল?
সেইটা যদি আর্ন্তজাতিক মানের হয়া থাকে আর্ন্তজাতিক আইন মাইনা আমার ভাইরে খুন করা হইয়া থাকে তাইলে কইতে পারেন আর্ন্তজাতিক মানের বিচার কাউসারের পাওনা।
বলগের বাই বইনেরা,
দিলে বহুত কষ্ট। এই হালায় আবার বাঙলাদেশের মন্ত্রী অইছিল। যে পতাকার লাইগ্যা আমার দুই ভাই জেবন দিছে, বাপ চাচায় যুদ্ধ করছে, মর্টার মাইরা আমাগো শত বছরের পুরান বাড়িডারে পুকুর বানাইয়া দিছে স্বাধীন দেশে হেরা বহুত আরামে দিন কাটাইছে। এই দেশের আইন মাইন্যা এমপি অইছে, মন্ত্রী অইছে সোন্দর সোন্দর মাইয়া লইয়া রাইত কাটাইছে, দেদার টেকা কামাইছে হেগো যখন এই দেশের আইনে খুন ধর্ষনের অপরাধের লাইগ্যা, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা জাতিরে গোলামীর জিঞ্জির পরাইয়া রাখনের লাইগ্যা জনগনের দাবী মোতাবেক বিচারের সামনা সামনি করনের ব্যবস্থা অইছে তখন তাগো সব মুরোদ শেষ হয়া গেছে। তাগো লাইগ্যা এহন আর্ন্তজাতিক আইন আদালত দরকার।
আরে মেয়াবাই, বিচার তো অইতাছে আন্তর্জাতিক অপরাধ টাইবু্ন্যাল এ্যাক্ট অনুযাযী। আপনাগো দাবী তো ওই হানে কমপিলিট। আর্ন্তজাতিক শব্দ দাবী করছিলেন ওইটা দেয়া অইছে। আর কিয়ের আর্ন্তজাতিকতা?
আমার এবং আমাগো হগলের স্পষ্ট দাবী দেশের আইন অনুযায়ী যে শাস্তি হেগো প্রাপ্য সেইটা হেগো বুঝাইয়া দেওনের সুব্যবস্থা হউক। বঙ্গবন্ধু হত্যার বিচার অইছে খুনীগো ফাসী অইছে জাতি কিছুটা আরাম পাইছে।
এহন এই খুনী ধর্ষনকারী আর ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করতে অইব। নইলে এই প্রজন্ম কিন্তু আপনাগো ওই কাতারে ফালাইবো। আমরা ভূলি নাই আপনেরা রাজাকারগো গাড়িতে আমার ভায়ের রক্তে পবিত্র পতাকারে লাগাইতে দিয়া আমাগোরে অপমান করছেন, স্মৃতিসৌধে রাজাকার নেতা আলবদর নেতারে লইয়া ফুল দেওনের মশকরা করছেন। বাই বেরাদর গো লাইগ্যা বহুত করছেন আর না এবার ছাড়ান দেন। এইবার মীরজাফরগোর বিচার করতে দিয়া আমাগোরে শান্তিতে ঘুমাইতে দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।