তাহমিদুর রহমান
যুগে যুগে সভ্যতা পরিবর্তিত হয়ে নতুন সভ্যতা পেয়েছি আমরা। নতুনকে পেতে বার বার নিয়মকে জলাঞ্জলি দিয়ে নতুনকেই নিয়ম বানিয়েছি আমরা। নতুনের খোঁজে চিরকাল সাধনার সাধক হওয়া সেই থেকেই শুরু।
কবিতা স্টল সেই সাধনার পথে হাঁটতে চায়। গড়তে চায় নতুন এক সভ্যতা।
কবিতা স্টল হচ্ছে এক ফর্মার কবিতার ছোট কাগজ। কোন বড় ক্ষেত্র না হলে কবিতা স্টলের এই এক ফর্মার গন্ডি পার হওয়ার কোন সম্ভবনা নাই। কবিতা স্টল সাপ্তাহিক, মাসিক এসব ধারায় বিশ্বাস করে না। সময় পেলেই বের হবে ছাপার কাগজে। এবার কবিতা স্টল চৈত্র মাসের জন্যে কবিতা আহবান করছে।
কবিতা পাঠানোর শেষ তারিখ ত্রিশ ফাল্গুন।
লেখা পাঠান এই ইমেইলে,
লেখা পাঠানো যাবে বছরের প্রত্যেকটা দিন, সময় হলেই কবিতা স্টলে দেখা যাবে সেই কবিতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।