আমাদের কথা খুঁজে নিন

   

শহরের রাস্তায় রোদে ছায়ায়।

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

ঢাকার সবচাইতে রোমান্টিক বাহন রিকশা। প্রায় পঞ্চাশ বছরের রোমান্টিসিজম আর ঐতিহ্যকে ধরে রেখেছে হাতিরপুলে মোতালেব প্লাজার পেছনের রাস্তা। রাস্তাটি শুরু হয়েছে বাংলামটরে মাইটিভি অফিসের নিচে থেকে আর শেষ হয়েছে আজিজ মার্কেটের কাছাকাছি টেলিফোন ভবনের নিচের চায়ের দোকানে। রাতের বেলা হাঁটার জন্য ঢাবি এলাকার প্রায় সব রাস্তা বিশেষ করে ফুলার রোড অসাধারন। এই সড়কের প্রশস্ততা অবশ্যই মুগ্ধ করার মতো।

রাতের বেলা গাড়িতে ঘোরার জন্য এয়ারপোর্ট রোডকে ক্ল্যাসিক বলা যেতে পারে। শহরের সব কলোনীর মধ্যেই অদ্ভুত সুন্দর ছোট ছোট মায়াবী রাস্তা আছে যার সবগুলোই সুন্দর। মগবাজার থেকে বেইলীরোডের দিকে যেতে রাস্তাটির বামদিক দিয়ে যাবার সময় সাবধানে থাকা দরকার ল্যাম্পপোস্টের বিদ্যুতের তারে যে কাকগুলি কা কা করে সেগুলি এই শহরের সবচাইতে বদ প্রকৃতির কাক। তারা অবশ্যই সাদা রঙের পেস্ট ফেলবে। হাঁটার জন্য সবচাইতে রোমান্টিক সড়ক ইস্কাটন রোড।

রেডক্রিসেন্ট হাসপাতালের সামনের রাস্তা। এই সড়কটিকে বেছে রেখেছি অনাগত প্রেমিকার সাথে হাঁটার জন্য। চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় আগুন রঙা কৃষ্ঞচুড়ার মধ্যে না হাঁটলে কোন প্রেম প্রেম হিসেবে স্বীকৃত হওয়াই উচিত না। ও হ্যাঁ অস্বীকার করার কোন উপায় নাই যে--- ঢাকার সবচাইতে রোমান্টিক পাখি কাক। পূনশ্চ: এই লেখার বক্তব্য পুরোটাই লেখক(!)এর ব্যক্তিগত ভালোলাগা মন্দলাগা কালোলাগা গন্ধলাগা এবং ব্যক্তিগত কল্পনা ও অনুভুতি নির্ভর।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।