Service of The people.
সাত বছরের সার্বিয়ান শিশু বোগদান ওরফে ‘চুম্বক বালক’কে ঘিরে প্রচারমাধ্যমের সাম্প্রতিক শোরগোলের আপাত সুরাহা হয়েছে। রব উঠেছিল- শিশুটির শরীরে নাকি রয়েছে চুম্বকীয় শক্তি! এই চুম্বক আবার যেনো-তেনো চুম্বক নয়, এতে আটকে যায় ধাতব-অধাতব সব পদার্থই। সম্প্রতি গবেষকরা এই চুম্বক রহস্যের সমাধান বের করেছেন। গবেষকদের মতে, শরীরে এভাবে কোনো বস্তু আটকে থাকার বিষয়টি চুম্বকীয় নয় নিছক আঠালো! খবর ইয়াহু অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোগদানের শরীর নিয়ে সারাবিশ্বেই কৌতুহল তৈরি হয়েছিল।
বড় অদ্ভুত শরীর সার্বিয়ান এই শিশুটির। ধাতব কোনো বস্তু তার সংস্পর্শে এলেই আটকে যায়, ইলেকট্রনিক যন্ত্রও বোগদানের গায়ে রাখলে তা যেন আঠায় আটকে থাকে। গবেষকদের কাছে আরো রহস্যময় হয়ে উঠেছিলো তার শরীরে অধাতব বস্তু আটকে যাবার বিষয়টি। কারণ চুম্বকের ধর্ম হচ্ছে, কেবল ধাতব বস্তুকেই আকর্ষণ করা।
এ নিয়ে বোগদানের পরিবারের সদস্যদের বক্তব্য হলো- জন্ম থেকেই বিভিন্ন বস্তুকে আকর্ষণ করার এই ব্যতিক্রমী ক্ষমতা রয়েছে বোগদানের শরীরের।
সম্প্রতি এক অনুষ্ঠানে টিভি ক্যামেরায় বোগদানের শরীরে চামচ, চিনামাটির থালা, ভাজার কড়াইসহ বিভিন্ন জিনিস আটকে থাকার দৃশ্যটি অনেকেই দেখেছেন। দেখা গেছে, হাত দিয়ে সরালে এসব জিনিস সহজেই আবার শরীর থেকে উঠে আসছে।
এদিকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর গবেষকরা জানিয়েছেন, বোগদানের শরীরে এভাবে বস্তু আটকে থাকার এই ‘সহজ কারণ’টি কোনো চুম্বক নয়, বরং তার চামড়ায় থাকা তেল এবং গ্রিজ। জানা গেছে, বোগদানের শরীরে স্বাভাবিকভাবে উৎপন্ন হওয়া তেল এবং গ্রিজ সাবানে সহজেই ধুয়ে ফেলা গেলেও তা নাকি কয়েক মিনিটের মধ্যেই আবারো তৈরি হয়। আর এই গ্রিজ অন্যান্য বস্তুর সঙ্গে দুর্বল বন্ধন তৈরি করে সেগুলোকে শরীরে আটকে রাখে।
গবেষকরা জানিয়েছেন, বোগদানকে কোনো ‘চুম্বক বালক’ নয় বরং তাকে ‘আঠালো বালক’ বলা যেতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।