আমাদের কথা খুঁজে নিন

   

চুম্বক নিয়ে ছোটবেলার কথা

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

প্রতিটা মানুষের জীবনের প্রতিটা ষ্টেইজে বিভিন্ন জিনিসের প্রতি ঝোঁক থাকে। সেটা আবার সেই সময়টা পার হলে চলে যায়। যেমন ছোটবেলায় একসময় তিন গোয়েন্দার বই পড়তাম পাগলের মত। সেই রবিন আর মুসার মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম।

নিজেকে কেমন গোয়েন্দা ভাবতাম। ঠিক তেমনি, সেদিন একটা বাচ্চা ছেলেকে চুম্বক নিয়ে খেলতে দেখে আমি নিজেই মনের অজান্তে হারিয়ে গিয়েছিলাম সেই আমার ছোটবেলায়। ঐ ছেলেটি চুম্বক নিয়ে যেভাবে খেলছে ঠিক আমিও ছোটবেলায় চুম্বক নিয়ে তেমনি খেলেছি। এটার অর্থ হলো, একটা নির্দিষ্ট বয়সে প্রতিটা মানুষের মনের কথা অনেকটা একই রকম হয়। মনে ভাবনার পরিধীগুলো সমভাবে বিস্তৃত হয়।

মনে আছে তখন ক্লাশ ৩/৪ এ পড়ি। নেশা পেয়ে যায় চুম্বক সংগ্রহের। স্কুল থেকে ফেরার পথে অনেক দুর যেয়ে কার কাছ থেকে যেন ৫ টাকা দিয়ে একটা চুম্বক কিনেছিলাম। সেটা নিয়ে সে কি আগ্রহ প্রতিটা ক্ষণ। যেখানেই যেতাম পেকেটে ওটা থাকতো।

এমনকি শোবার সময়ও বালিশের পাশে ওটা রেখে তারপর ঘুমাতাম। আশ্চর্য হয়ে ভাবতাম কেমন করে চুম্বক হয়। আর কেমন করে তা লোহার জিনিস টেনে নেয়। কিছুতেই মাথায় ঢুকতো না। কিন্তু অবশেষে ভাবনার কুলকিনারা না পেয়ে আবার খেলায় মনোযোগ দিতাম।

আরো মনে পড়ে চুম্বককে একটা কাগজে জড়িয়ে বালু থেকে লোহা কুঁচি তোলার কথা। এভাবে সারাদিন লোহার কুঁচি তুলতাম। অনেক জমা করতাম একটা প্লাষ্টিকের কৌটার মধ্যে রেখে দিতাম। তারপর ঐ লোহার কুঁচিগুলো একটা শক্ত কাগজের উপরে রেখে কাগজের নিচে দিয়ে এদিক থেকে ওদিক চুম্বকটি টানতাম। তাতে উপরের লোহার কুঁচি গুলোর বিভিন্ন নকশা হতো।

খুবই আশ্চর্য হতাম সেগুলো দেখে। অপার বিষ্ময় ছিল তখন ওগুলোতে। আজ অনেক দিন পরে সেই সৃত্মি গুলো মনে পড়ে হারিয়ে গেলাম ছোটবেলায়। কতই না মধুর ছিল ঐ দিন গুলো। কোন চিন্তা ছিল না।

শুধু আনন্দ আর আনন্দ। আর কি পাবো সেই দিন গুলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.