আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র যানজটে অতিষ্ট নগরী



বাসা থেকে বেরুলেই একটি বিষয় খুবই আহত করে আমাদের। সেটি হচ্ছে আমাদের চিরপরিচিত যানজট। আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে গেছে এই যানজট। যেন এক মধুর ভালবাসা রাস্তার জ্যামের সাথে। এতই ভালবাসা যে এটিকে দুর করতে বা নিরসনকল্পে কাজ করতে আমাদের বড়ই অনীহা।

অফিস যাবেন ? নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে আপনাকে বাসা থেকে বের হতে হবে তানা হলে লাল কালি। আর সল্পবেতন থেকে বেতন কর্তনতো আছেই। হুটহাট করে একদিনতো মহাজ্যাম। দীর্ঘ জ্যামে কারণ অনূসন্ধানে উৎসাহিত হই আমরা কজনা। করণ কী? কারন কী? কারণ খুজতে আমরা যখন ব্যাস্ত তখন জানতে পারি আমাদের তথাকথিত কোন একজন ভিআইপি যাচ্ছেন পাশের কোন রাস্তা ধরে।

আর তারই ফলস্বরুপ আমাদের এই যাতনাভোগ। আমাদের একজন কর্তাবাক্তি যদি এতগুলো মানুষের যাতনার কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা তাকে দিয়ে তাহলে আমাদের প্রয়োজনটা কি? এবার আসি আগের কথায়। এই যে আমার মহাব্যাস্ততার সময় আরেক মহাকারণ যুক্ত হয়ে আমার দেরি হয়ে যাওয়া, ওফিসে আমার উপরওয়ালা কিন্তু কিছুতেই তা বুঝতে চাইবেন না। তাহলে বলুন আমাদের মত ক্ষুদ্রপেশার মানুষগুলো যারা অন্যের অধিনে কাজ করি আমরা যাবো কোথায়? আর আমাদের প্রচার মাধ্যমগুলোও যেন নির্বাক হয়ে গেছে। তারা তাদের প্রতিবেদনে কেন যে এতবড় একটা বিষয় এড়িয়ে যাচ্ছে তা আসলেই ভাবনার বিষয়।

বিজ্ঞ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাচ্ছি ... আপানারা এই গুরত্বপূর্ন বিষয়টির দিকে নজর রাখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।