আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র প্রতিবাদ!!! তীব্র প্রতিবাদ!!! তীব্র প্রতিবাদ!!!



কাজের ফাঁকে ফাঁকে ব্লগ দেখি, বা ব্লগ দেখার ফাঁকে ফাঁকে কাজ করি। লেখার সাধ সবসময় পূরণ হয়না। লিখতে পারিনা, সময় সাপোট দেয়না। কিন্তু যেটা সবচেয়ে ভালো পারি, সেটা হলো কারো কারো লেখা পড়ে মুগ্ধ হওয়া। ব্লগে নিয়মিত হয়েছিলাম ব্রাত্য রাইসুর একটা লেখার মন্তব্য অংশে তাঁর এবং পেইজফ্লেক্স এর লুৎফর রহমান নির্ঝরের কথপোকথনের চমৎকারিত্ব দেখে।

তারপর আরিফ দা'র ভ্যালেরী টেইলরকে নিয়ে লেখা... আরো কতজন, কত লেখা... আমার মুগ্ধতা কাটেনি একটুও। মুগ্ধতা বাড়ানো লেখকের তালিকা লম্বাই হয়ে গেছে ক্রমাণ্বয়ে। গত কয়েক দিন থেকে কি একটা বিষয় নিয়ে সামহোয়্যারের লেখকরা শুধু ব্লক হচ্ছে, ব্যান হচ্ছে। আজ দেখি তিন, পাঁচ, সাত করে সংখ্যা খালি বাড়ছেই। না দেখা, না কথা বলা প্রিয় সব লেখকরা, এমনকি ঢিস্কাও ঢিস্কাও ও।

হতভম্ভ হয়ে ঘটনা জানার জন্য মন্তবে দেয়া লিংকগুলো ঘুরলাম। সামান্য একটা বিষয় নিয়ে মডারেটরগণ যা শুরু করেছে, স্বৈরাচারিতা ছাড়া কিছুই বলা যায়না একে। সবারই প্রতিবাদ করা উচিৎ। সামহ্যোয়ার ইন বাংলায় ব্লগ করার সুযোগ করে দিয়েছে। আমি, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।

তার মানে এই নয় যে মতের বাইরে গেলেই ব্যান করতে হবে বা মুছে দিতে হবে, জেনারেল বা পর্যবেক্ষণে রাখতে হবে। সামান্থা আর সামহ্যোয়ার ইন এর মানসিকতা এখানে এসে একাকার হয়ে গিয়েছে। তীব্র প্রতিবাদ এবং সাথে সাথে সবাইকে নিরাপদ করার দাবী জানাচ্ছি। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।