আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র প্রতিবাদ

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । খালেদা জিয়া সম্প্রতি দেশপ্রেমের চুড়ান্ত রুপ দেখাইয়াছেন । উনার প্রেমের প্রতিক্রিয়া স্বরুপ অসভ্য সাংসদেরা বিশ্রী বিশ্রী মন্তব্য করিয়া উনার অপমান করিয়াছেন । উনারা যাহা বলিয়াছেন তাহা হুবুহু নিন্মে তুলিয়া ধরা হইল ... লতিফ সিদ্দিকী : “বিদেশে তার প্রভু আছে, তার প্রমাণ তিনি দিলেন। নিন্দা প্রস্তাব সংসদে গ্রহণ করা হোক।

” মতিয়া চৌধুরী : “আপনি চুপ থাকেন। চুপ থাকলে দেশের মানুষ আপনাকে বুদ্ধিমতি ভাবে। ” অর্থমন্ত্রী মুহিত : “দেশের স্বার্থবিরোধী এ ধরনের নিবন্ধ শত্রুতা ছাড়া আর কিছুই নয়। দেশের কোনো নাগরিক এ ধরনের বিবৃতি দিতে পারে, তা আমি চিন্তাও করতে পারি না। ” তোফায়েল আহমেদ : “কী করে একটি দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরেক দেশকে বলতে পারেন! যার মধ্যে ন্যূনতম দেশাত্মবোধ রয়েছে, তিনি এ কাজ করতে পারেন না।

” সুরঞ্জিত সেনগুপ্ত : “একাত্তরে পাকিস্তানিরা যেভাবে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল; এখনো একই প্রতিধ্বনি খালেদা জিয়ার মুখে। বিরোধীদলীয় নেতার প্রকাশ্যে এ ধরনের চিঠি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এ অপরাধ তাকে মোকাবেলা করতে হবে। ” আমরা আমাদের নেত্রীর বিরুদ্ধে এমন মানহানীকর মন্তব্য করার জন্যে তীব্র নিন্দা জানাচ্ছি । শেম শেম শেম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।