আমাদের কথা খুঁজে নিন

   

...তীব্র প্রতিবাদ...

... ..

/ / / / / /// / // / / / ঘরে থাকতে থাকতে পঁচে যাচ্ছি একদম।কত্তদিন রাস্তায় খোলা আকাশের নীচে ঘুরে বেড়াইনা...রিকশায় ভর করে হাওয়ায় উড়ে বেড়াইনা..রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকার স্বাদ নেইনা..বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠিনা..ক্যম্পাসের শান্ত পুকুরপাড় টার সাথে গোপনে স্বপ্ন বুনিনা.. ... কত্তদিন!! সমস্ত দোষ ঐ পরীক্ষার।ঐটা যদি না থাকতো তেহলে আমাকে আর বইয়ে মুখ গুঁজে পড়ে থাকতে হতোনা আঁতেলের মত। উহঃ,পরীক্ষাটা ক্যান্‌ আসে..?? যেমন তেমন করে হোক রুটিন করে ক্লাস করা পর্যন্ত নাহয় মেনে নেয়া গল।কিন্তু যত বিপত্তি বাঁধায় ঐ পরীক্ষা।কেন রে বাবা?,মাস্টার মশাই পড়িয়েছেন,শুনেছি,বুঝেছিও। এরপরে কী বুঝলাম,কতটা বুঝলাম এইটা আবার যাচাই করার কী আছে..??!! তাও আবার এত্ত আয়োজন করে,আমার এত্তগুলা ভাললাগা কে জলাঞ্জলী দিয়ে...!!!!! তীব্র প্রতিবাদ জানাই ঐ মুখপোড়া পরীক্ষার বিরুদ্ধে পরীক্ষা ও তার পুরা পরিবার নিপাত যাক,ধ্বংস হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।