আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিৎ তুমি রাজিব হউ নি !!!

জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। হায় বিশ্বজিৎ ! তোমায় খুন করে কি সহজে পার পাওয়া যায় !! প্রকাশ্যে শত মানুষের ভিড়ে, তুমি কি নির্যাতনের শিকার হলে !! তোমার খুনীরা সচলচিত্রের মাঝে, দূরদর্শনে ও পত্রিকার পাতায়। কোটি মানুষ জানে -কে তোমায় খুন করেছে। তোমার মাটির দেহ কংক্রিটের রাস্তায় পড়ে থাকে, পুলিস চেয়ে থাকে। তুমি হারিয়ে গেছ, তোমার নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেছে।

অবিনশ্বর আত্মা ঐ দূর আকাশের ওপর থেকে চেয়ে দেখে তোমায় খুন ক্করে কি সহজে পাড় পাওয়া যায় !! সবার ঘরে ঘরে তোমার মৃত্য দৃশ্য দেখা গেছে আর আফসোস ও আতংকে সবার হৃদ স্পন্দন থমকে গেছে। এমন চোখের সামনে থেকে ইতোপূর্বে আমার মত অনেকেই কোন হত্যা দৃশ্য অবলোকন করে নি, সিনেমা দৃশ্যগুলো ধর্তব্য নয় অবশ্যই। দক্ষিন ভারতীয় সিনেমায় যেমন রড, ছুরি, চাপাতি, দা দিয়ে কুপিয়ে মানুষ মারা হয় ঠিক তদ্রূপ দৃশ্য আমরা বাংলদেশের সংবাদের পরদায় মুক হয়ে দেখেছি। আমাদের হতাশা, আমাদের ক্রোধ সেদিন গণজোয়ার হয়ে আসে নি, আতঙ্কে পরিণত হয়ে এসেছে। আমরা যুগপৎ আদিম ও "ডিজিটাল" যুগে বাস করি।

আমরা আদিম অস্ত্র দিয়ে মানুষ খুন করার দৃশ্য ডিজিটাল ভিডিও চিত্রে দেখি। "কি সুন্দর! কি সুন্দর!"-বলে চিৎকার করি, বলি না-"কি নিষ্ঠুর! কি নিষ্ঠুর!", কারণ আমাদের কাছে সেটা সিনেমায় দেখা স্বাভাবিক মেকি মনে হয়। কিন্তু বিশ্বজিতের রক্ত আসল ছিল, তার ক্ষত গভীর ছিল, তার যন্ত্রণা তীব্র ছিল। প্রকাশ্যে দিনের উজ্জ্বল আলোয়, কি করে জলজ্যান্ত এক মানুষকে নিমিষে আদিম অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করে রাস্তায় ফেলে দেয়া যায়। সবাই দেখে তবু খুনীর বিচার হয় না, খুনী হাসতে পারে, আরো খুন করতে পারে।

খুনীর কোন অনুশোচনা হয় না কারণ তার জন্য যে সাত খুন মাফ !! তোমার চলে যাওয়া আজ কত দিনের আমরা মনে রাখি না, আমাদের নানা কাজ আমাদের মনে রাখতে দেয় না। শুধু জানি তুমি আর তোমার মা-বাবার কোলে ফিরে আসবে না, আর কাউকে ভালোবাসতে পারবে না। তোমার দোষ একটাই- তুমি আমার ধর্ম সম্পর্কে কোণ ব্লগে কখনো বাজে কিছু লেখ নি, স্রষ্টা ও তার বন্ধুকে নিয়ে কটুক্তি কর নি। যদি করতে তবে তুমি আজ দেশের নায়ক হয়ে যেতে। তুমি আজ মহান হয়ে যেতে, আর সাধারণ থাকতে না।

তোমার জন্য আপামর জনসাধারণ(!!!!) জাগরিত হতো। তোমার খুনীরা তৎক্ষণাৎ গ্রেপ্তার হয়ে যেত। সর্বোপরি তোমার খুনের বিচার হয়ত তোমার শ্মশানে যাবার পূর্বেই হয়ে যেত.................. হায় বিশ্বজিৎ তুমি রাজিব হতে পারলে না!! কিন্তু তুমি মা-বাবার কুলাংগার হউ নি!! তুমি ধন্য সন্তান। “কেউ দেখল না তারপরও রাজিবের খুনীরা নাকি গ্রেপ্তার হয়ে গেছে, আর সবাই দেখল তবু বিশ্বজিতের খুনীরা ধরাছোঁয়ার বাইরে। এ এক আজব দেশের আজব লীলা!!!!!” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।