আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ আইন মানা-না মানা-৪

অচেনা মানুষ

দেশে আইন আছে কথাটি সত্য। আইন মানা উচিত এটাও সত্য। তবে কতজন লোক আমরা আইন মানছি। আইনের প্রতি আমরা কতটা শ্রদ্ধাশীল। আমার মনোভাব হলো আইন মানার ক্ষেত্রে একজন নাগরিকের যেমন দায়িত্ব আইন বাস্তবায়ন করা আইন প্রয়োগকারী সংস্থারও তেমন দায়িত্ব।

একজন নাগরিক ও আইন প্রয়োগকারী সংস্থার দাবী আইন মানার ক্ষেত্রে উভয়ের সুসম্পর্ক থাকা উচিত। যেমন ধরুন, একটি মুমূষর্ু রোগীর বহনকারী এ্যাম্বুলেন্সকে মানবিক কারণে আগে যেতে দেয়া উচিত। কিন্তু দেখা যায় , সেখানে আমরা আইন মেনে সেই দায়িত্বটুকু পালন করছি না। রাষ্ট্রীয়ভাবে কিছু আইন আছে সেই আইন সম্পর্কে নাগরিকরা কতটুকু জানেন। এখানে ট্রাফিক আইনের কথা বলা যেতে পারে।

আমরা কতটুকু সেই ট্রাফিক আইন মানছি। সেক্ষেত্রে দেখা যায়, কে কার আগে যাবে বিশেষ করে আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে জানতে পাই, কীভাবে আইন প্রয়োগকারী সংস্থা আইন লঙ্ঘন করছে। আইন প্রয়োগকারী সংস্থা ও নাগরিকগণ যদি মধ্যে আইন মানার ক্ষেত্রে শ্রদ্ধাশীল হতো তাহলে দেশে যতটুকু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তার চেয়ে আরও বেশি করে আইন প্রতিষ্ঠিত হতো। আমার মনোভাব হলো- আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণের মধ্যে একটি সু-সম্পর্ক ও সচেতন হলে আইন মানার সংস্কৃতি গড়ে উঠতো। সবাই যে আইন লঙ্ঘন করছে তা কিন্তু ঠিক নয়।

সমাজে কিছু সচেতন মানুষ আছেন যারা আইন মেনে চলতে চান। কিন্তু সমাজের কিছু লোক আইন ভঙ্গ করছেন আর কিছু লোক আছেন যারা ইচ্ছা করে পেশিশক্তি ও ক্ষমতা দেখিয়ে আইন মানছেন না। বর্তমানে দেখা যায়, প্রাইভেট সিএনজিতে যাত্রী বহন করছেন। সিএনজির ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছেন- কিন্তু কে শোনে কার কথা। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও অধিকাংশই আইন মানছে না।

তাই আসুন আমরা সবাই মিলে সকলের তরে সকলে মোরা এই ব্রত নিয়ে আইন মেনে চলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।