আমাদের কথা খুঁজে নিন

   

এবার আরোপ হচ্ছে সম্পত্তি কর...



নির্দিষ্টের চেয়ে অতিরিক্ত সম্পত্তির ওপর কর ধার্য করে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তবে কৃষি জমি এ করের আওতায় আসবে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ রোববার এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। বৈষম্য দূর করা এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নাসির বলেন, "আমাদের সমাজে আয়ের ক্ষেত্রে বৈষম্য বাড়ছে।

বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে প্রপার্টি ট্যাক্স (সম্পত্তি কর) আরোপ করতে হবে। " সম্পত্তি কর মানে কোনো ব্যক্তির নির্দিষ্ট পরিমাণের বেশি সম্পদ থাকলে তা থেকে আয়কর ছাড়াও ওই সম্পদের জন্য আলাদা কর দিতে হবে। এতদিন অধিক সম্পদের অধিকারীদের ওপর কোনো কর ছিলো না। স¤প্রতি 'ডিরেক্ট ট্যাক্স অ্যাক্ট'র সংশোধনী খসড়া প্রস্তুত করে মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটে রাখা হয়েছে। সংশোধনী খসড়ায় সম্পত্তি কর আরোপের বিধান রাখা হয়েছে।

আগামী বছরের জুলাইয়ে এ আইন কার্যকর হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, "জমি ও বাড়ির ওপরই কেবল সম্পত্তি কর আরোপ করা হবে। গাড়ি, ঘড়ি বা সোনার ওপর করা হবে না। তবে কৃষিজমি এ করের আওতায় আসবে না। " এনবিআর সদস্য (আয়কর) বশির উদ্দিন আহমেদ বলেন, "মানুষ যাতে অনুৎপাদনশীল খাতের দিকে আগ্রহী না হয়, সে লক্ষ্যেই এ কর আরোপ করা হচ্ছে। " মধ্যপ্রাচ্য ছাড়া পৃথিবীর সব স্থানে এ কর রয়েছে বলে দাবি করেন তিনি।

ডিরেক্ট ট্যাক্স অ্যাক্ট এর খসড়ায় সম্পদ কর ছাড়াও ভ্রমণ কর ও দান কর নতুনভাবে সংযোজন করা হয়েছে। এছাড়া মূল্য সংযোজন কর আইন সংশোধন করে নতুনভাবে করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রাজস্ব আদায় পরিস্থিতি সংবাদ সম্মেলনে নাসিরউদ্দীন জানান, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাতমাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ। একই সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০৯ দশমিক ৭৬ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা।

এনবিআর চেয়ারম্যান বলেন, "প্রথম সাতমাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৩৬ হাজার ৩৬৫ কোটি ৯২ লাখ টাকা। আদায় হয়েছে ৩৯ হাজার ৯১৪ কোটি ৯৬ লাখ টাকা। " রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি অর্থবছর শেষে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো, বলেন তিনি। প্রথম ছয়মাসে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আয়কর থেকে। এ খাতে ৮ হাজার ৫৯৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯ হাজার ৪৩০ কোটি ৩৫ লাখ টাকা।

প্রবৃদ্ধি ৩৫ দশমিক ২৬ শতাংশ এবং লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০৯ দশমিক ৭২ শতাংশ। এর পরেই ৩০ দশমিক ৬৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন (মূসক) কর থেকে। এ খাতে ১৩ হাজার ৩৭১ কোটি ৯১ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে মূসক আদায় হয়েছে ১৫ হাজার ১২ কোটি ৪৪ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১১২ দশমিক ২৭ শতাংশ। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আমদানি ও রপ্তানি খাত।

এ খাতে প্রবৃদ্ধির হার ২২ দশমিক ৮৬ শতাংশ। আমদানি ও রপ্তানি খাত থেকে ১৪ হাজার ১২৭ কোটি ১ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৫ হাজার ২৩২ কোটি ১০ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০৭ দশমিক ৮২ শতাংশ। অন্যান্য কর আদায় খাতে ৯ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি এবং ৮৮ দশমিক ২৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সুত্র: বিডিনিউজ২৪


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.