আসন্ন ঈদ উল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে প্রযুক্তপ্রেমীদের জন্য দারুণ সব ঈদ আনন্দ অফার ঘোষণা করেছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
‘এই ঈদে প্রিয়োজনকে কম্পিউটার উপহার দিন’ স্লোগানে চাঁদ রাত পর্যন্ত চলমান এসব অফারের মধ্যে সামস্যাং ব্র্যান্ডের যে কোনো প্রিন্টারের সাথে রয়েছে ‘এসএমএস অ্যান্ড উইন’ অফার।
এই অফারের আওতায় কম্পিউটার সোর্স এর যে কোনো শাখা অফিস কিংবা মনোনীত ডিলার হাউস থেকে সামস্যাং ব্র্যান্ডের প্রিন্টার কিনলেই প্রতি সপ্তাহে একটি সামস্যাং ল্যাপটপ উপহার পাবেন একজন ‘এসএমএস উইন’ অফার বিজয়ী। এছাড়াও পরবর্তী পণ্য ক্রয়ে মূল্য ছাড়, গিফট ভাউচার এবং স্টার সিনে প্লেক্সে মুভি দেখা ছাড়াও রয়েছে নিশ্চিত উপহার।
ঈদ অফার হিসেবে বিশ্বে ‘নাম্বার ওয়ান’ সনদ প্রাপ্ত ‘ওয়েস্টার্ন ডিজিটাল’ ব্র্যান্ডের বহনযোগ্য হার্ডডিস্ক ক্রয়ে যুক্ত হয়েছে ক্রেতা বান্ধব কিস্তি সুবিধা।
এই অফারে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধায় মাত্র ৭৫০ টাকায় ডব্লিউডি ব্র্যান্ডের এক টেরাবাইট এবং ৪৫০ টাকায় ৫০০ জিবি ধারণ ক্ষমতার হার্ডডিস্ক কেনা যাবে।
ঈদ আনন্দ আরও স্পন্দিত করতে অনন্য শব্দানুভূতির লজিটেক ব্র্যান্ডের বুম বক্সেও মূল্য ছাড় দিয়েছে কম্পিউটার সোর্স। অফার অনুযায়ী, স্টক থাকা পর্যন্ত মাত্র ৬ হাজার টাকায় হোমথিয়েটার কোয়ালিটির এই ব্লু-টুথ কানেক্টিভিটির সাউন্ড বক্সটি কিনতে পারবেন ক্রেতারা। পূর্বমূল্য ৭, ৯৯৯ টাকা মূল্যের এই বুম বক্সটি আকারে ছোট এবং এটি গাড়িতেও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
অপরদিকে এইচপি নোটবুকে রয়েছে ‘স্ক্রাচ অ্যান্ড উইন’ অফার।
পরিবারের সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এইচপির নির্দিষ্ট সিরিজের নোটবুক ক্রয়ে তিনটি ভিন্ন রঙের স্ক্রাচ কার্ডের মাধ্যমে এই অফার দেয়া হয়েছে। এর মধ্যে এইচপি এনভি এলিটবুক, এলিট প্যাড ও প্যাভিলিয়ন এম মডেলের নোটবুক কিনে আকাশ নীল স্ক্রাচ কার্ড মনোনীতরা পাচ্ছেন বেড শিট, ক্যাস্ট্রল সেট ও ব্যাকিং ডিশ। এইচপি প্রোবুক, প্যাভিলিয়ন ও জি-সিরিজের নোটবুক্র কিনে ধূসর রঙের কার্ডপ্রাপ্তরা পাচ্ছেন কাপ সেট ও ফ্রাই প্যান। পাশাপাশি এইচপি ১০০০ ও এইচপি ২০০০ সিরিজের নোটবুক কিনে সাদা রঙের কার্ডপ্রাপ্তরা পাচ্ছেন গ্লাস সেট ও স্যুপ সেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।