আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের প্রেসিডেন্ট ড.মাহমুদ আহমাদিনেজাদের ব্যক্তিগত গাড়ি নিলামে !

না

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ইরানের বর্তমান ইরানের প্রেসিডেন্ট ড.মাহমুদ আহমাদিনেজাদের ব্যবহৃত ৭৭ মডেলের গাড়িটি নিলামে তোলা হয়েছে। নিলামে উঠানোর এক দিনের মধ্যেই একটি আরব দেশ গাড়িটির দাম হেঁকেছে দশ লাখ ডলার। এছাড়া আরও আটটি দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গাড়িটি কিনতে আগ্রহ দেখিয়েছে। ইরানের জনকল্যাণ সংস্থার প্রধান আহমাদ ইস্ফান্দিয়ারি বলেছেন, গাড়িটি বিক্রি থেকে আসা অর্থ দারিদ্র উন্নয়ন তহবিলে জমা হবে। ড. আহমাদিনেজাদের গাড়িটি গতকাল ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজিস্তান প্রদেশের মুক্ত বাণিজ্য এলাকায় ক্লাসিক গাড়ির প্রদর্শনীতে রাখা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড.মাহমুদ আহমাদিনেজাদ গত নভেম্বরে স্বল্প আয়ের মানুষের জন্য নির্মানাধীন আবাসন প্রকল্পে সহায়তা করতে নিজের গাড়িটি বিক্রির ঘোষণা দেন। ড. আহমাদিনেজাদের পেজু গাড়িটি ৫০৪ মডেলের এবং ১৯৭৭ সালে তৈরী। ইরানের বর্তমান সরকার দেশের স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করতে 'মেহের' নামে একটি জাতীয় আবাসন প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছে। আপনিও ইচ্ছা করলে এ নিলামে অংশ নিতে পারেন। বিস্তারিত জানতে নিন্মোক্ত লিংকে ক্লিক করুন :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.