আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফকে নিয়ে আশ নিরাশার দোলায়. . .


গতকালকে আশরাফকে ব্যাটিং এ আসতে দেখে খুব ভরসা পাচ্ছিলাম। ভেবেছিলাম এই একজন আছে যে পারে দলকে একটা সুন্দর সংগ্রহ এনে দিতে। কিন্তু আশরাফ যখন ছয় বলে এক রান করে সাজ ঘরে ফিরে গেল, খুব খারাপ লেগেছিল। সেই সাথে এক অজানা সংশ্রয় ঘুরে ফিরে আসছিল বার বার। তাহলে কি আশরাফ বাংলাদেশ ক্রিকেটে খুব সহসাই ইতিহাস হয়ে যাচ্ছেন! আশরাফ অধ্যায় কি এখানেই ইতি! পরবর্তীতে বাংলাদেশ অধিনায়কের সুচিন্তিত সিদ্ধান্তে আশরাফের ম্যাচে আবার ফিরে আসা সত্যি অসাধারণ।

আমি মনে করি তার এই বল হাতে সাফল্য তাকে অবশ্যই সাহায্য করবে তার ব্যাটং ফরমে ফিরে আসতে। আর এটা যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশের কিন্তু ফাইনালে যাওয়ার টিকিট পাওয়াটা অনেক সহজ হয়ে উঠতে পারে। কারণ আশরাফ যেদিন ফরমে থাকে সেদিন ক্রিকেট খেলাটা যেন কেমন ছেলে খেলা হয়ে যায় তার কাছে। তার ব্যাটিং তান্ডবে যে কোন দল ভেসে যায় সহজেই। শেষটায় এতটুকু বলি আশরাফ তুমি ফিরে এসো তোমার আপন ভঙ্গিমায়, ক্রিকেট বিশ্বকে দেখাও তোমার রূপ।

এই প্রতিক্ষায় রইলাম.....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.