আমাদের কথা খুঁজে নিন

   

বেহায়া কুত্তা

আজ থেকে শুরু হল আমার ধারাবাহিক গল্প...আশা করি আপনাদের সবার ভাল লাগবে। ।

অনেক দিন পরে আস্লাম। আশা করি আমার বন্ধু রা সবাই ভাল আছেন। আমিও আছি ভাল মন্দ মিশিয়ে ।

এম্নিতে আমি দেশ প্রেমিক কিনা জানি না। কিন্তু ফেব্রুয়ারীর মাসে নিজের মনে কেমন যেন একটা বেদনা অনুভব করি। ইচ্ছা হয় পুরো হোস্টেলে যত গুল পাকিস্তানী ছাত্র আছে, সব গুলোর **** কেটে দেই। মাইর দিয়ে তুলাধুনা করি। কারন সব থেকে মেজাজ খারাপ হয় যখন তারা বলে, " আমরা তোমার দেশের সাথে অন্যায় কিছুই করি নাই, এখনও সময় আছে , তোমারা পাকিস্তানের সাথে মিলে যাও।

শুরুটা তোমাকে দিয়েই করি। আমাদের মধ্যে কাউকে বিয়ে করে ফেল। " বেহায়া গুলোর কি লজ্জা নাই? এদের লজ্জা কি কখন হবে না? জিজ্ঞেস করি, যখন তোমরা আমার দেশের প্রায় তিন লাখ মা বোনের ইজ্জত নিজেদের বুটের নিচে পিষ্ট করেছিলে, তখন কথায় ছিল তোমাদের ভালবাসা? বেহায়া এর দল উত্তর দেয়, "নাহ, এ হতেই পারে না। কোন পাকিস্তনী এমন করতেই পারে না। ।

তোমাদের প্রটোকল এসব রটায়। কোন পাকিস্তনী কোন মেয়ে এর সাথে এমন করতেই পারে না। " বেহায়া দের মুখে কথা শুনে নিজের মুখে কথা হারিয়ে যায়। কি বলে এদের গালি দেব । ভাষা খুজে পাই না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.