আমাদের কথা খুঁজে নিন

   

নিলজ্জ, বেহায়া আবুল কাহিনীঃ শেষ হইয়াও হইল না শেষ!! পইড়্যা হাসমু না কানমু বুঝতাছি না!!

https://twitter.com/nanarkota পৃথিবীর বড় আদালত মানুষের বিবেক। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার ও পরিচ্ছন্ন। আমি আমার বিবেকের সেই আদালতেও পরিষ্কার ও পরিচ্ছন্ন। কখনও কোনো অন্যায় করিনি, কখনও কোনো দুর্নীতি করিনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি।

কারো সমালোচনার ভয়ে নয়, নিজের বিবেকের কাছে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করেছি। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। কেউ যদি তার ডাইরিতে কোনো কিছু লিখে থাকেÑ তা প্রমাণ করে না যে, আমি তার কাছে অনৈতিক দাবি করেছি। এসএনসি-লাভালিন ঘুষ দিয়ে কাজ পাওয়ার ইচ্ছে পোষণ ও সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকতে পারে, এর অর্থ এই নয় যে, আমি তাদের ইচ্ছায় সাড়া দিয়েছি। অনৈতিক দাবি নিয়ে কোনো কর্মকর্তার সাথে আমার কথা হয়নি, কথা হওয়ার প্রশ্নই আসে না।

আমি পদ্মা সেতু নির্মাণে কথিত কোনো অনিয়ম, ষড়যন্ত্র ও দুর্নীতির সাথে জড়িত নই। কেউ যদি ব্লাকমেইল করে, আমার নাম ভাঙ্গিয়ে কোনো অনৈতিক দাবি করে থাকে সেজন্য আমাকে দায়ী এবং অভিযুক্ত করা যাবে না। প্রায়শ পত্রিকায় বিশিষ্টব্যক্তিদের নামে চাঁদাবাজির খবর দেখা যায়। এর অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি চাঁদাবাজ। আমি কোনোক্রমেই এসএনসি-লাভালিনের মিস কন্ডাক্ট-এর সাথে সম্পৃক্ত নই।

এসএনসি-লাভালিনের যেসব কর্মকর্তা সৌজন্যভাবে আমার সাথে দেখা করেছেন তারা বলতে পারবেন না, আমি তাদের কাছে অনৈতিক দাবি করেছি। সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী যিনি তাদের সাথে আমার দেখা করিয়েছেন তিনিও বলতে পারবেন না আমি তার সাথে, তার উপস্থিতিতে অন্যের সাথে কোনো অনৈতিক দাবি করেছি এবং সেতু বিভাগের কোনো কর্মকর্তাও বলতে পারবেন না যে, আমি কারো কাছে কোনো অনৈতিক দাবি করেছি। কাজেই এসএনসি-লাভালিনের কোনো কর্মকর্তার সাথে অনৈতিক দাবির প্রশ্ন অবান্তর, অসত্য ও প্রতারণা। কানাডার বিচারিক আদালতে তার প্রমাণ হবে, দুদক-এর তদন্তেও তা প্রমাণিত হবে। আমি সম্পূর্ণ নির্দোষ।

Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.