© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
আমি একজন মুভিপাগল টাইপ পাবলিক। সামুতে ব্লগ খুলার পর অপেক্ষায় ছিলাম কবে সেফ হবো। গতকাল সেফ হওয়ার পর থেকে খালি মুভি বিষয়ক পোষ্টাইতে মন চাচ্ছে। এর আগে দিয়েছিলাম দুইটি হরর মুভি নিয়ে।
এবার একটু অন্য লেভেলের কিছু নিয়ে লিখতে ইচ্ছা করলো।
এবার আমি হাজির হলাম তিনটি অনবদ্য টিপিক্যাল ব্রিটিশ মুভি নিয়ে।
১। Lock, Stock and Two Smoking Barrels (1998)
২। Snatch. (2000)
৩।
Trainspotting (1996)
ব্রিটিশ মুভিগুলো জানি কেমন, একে তো তাদের মেকিংয়ের ধরণ আলাদা, তাদের হিউমারগুলো জানি কেমন আর সাথে তো টিপিক্যাল ব্রিটিশ উচ্চারণ তো আছেই। সাবটাইটেল ছাড়া ব্রিটিশ মুভি দেখা বেশ দুষ্কর।
Lock, Stock and Two Smoking Barrels (1998) ও Snatch. (2000) মুভি দুইটিই ব্রিটিশ ডিরেক্টর Guy Ritchie এর। দুটিই Crime প্লাস Thriller টাইপের। যদি ব্রিটিশ মুভিতে এলার্জি না থেকে থাকে তাহলে উপরোক্ত মুভিগুলো দেখে বেশ ভালো লাগবে।
Lock, Stock and Two Smoking Barrels মুভিটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। প্লটটা বেশ ভালো,ফাস্ট এবং সাসপেন্সফুল। বিশেষ করে এন্ডিংটা অসাধারন। কাহিনীর দ্রুত পটপরিবর্তন আপনাকে বেশ আনন্দ দেবে। এন্ডিংয়ের উত্তেজনা আপনাকে ভালোই ভোগাবে।
কাহিনীটা অনেকটা এইরকম,চার যুবক একটি কার্ড গেমে হাফ মিলিয়ন পা্উন্ড হেরে বসে যা কিনা ৭দিনের মধ্যে শোধ করতে হবে। এই টাকা যোগাড় করতেই ঘটতে থাকে সব জটিল ঘটনা। এই মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকও দারুন।
Snatch মুভিটিও Guy Ritchie এর। এই মুভিটিও বেশ এন্টারটেইনিং।
একটি চোরাই মূল্যবান ডায়ামন্ড খুঁজে বের করতে সমসাময়িক ঘটতে থাকে সব জটিল ঘটনা। ডায়ামন্ড খুঁজে বের করতে প্রতিযোগীতায় নামে boxing promoters, violent bookmakers, একজন Russian gangster,একদল amateur robber আর একদল Jewish jeweler।
সর্বশেষ আসি,Trainspotting (1996) এর কথায়। এটির পরিচালক Slumdog Millionaire আর 127 Hours খ্যাত Danny Boyle। drug scene এর কাহিনী নিয়ে নির্মিত এই মুভিটিও আপনাদের ভালো লাগবে।
এন্ডিং দেখলে মন থেকেই আপনাআপনিই বাহবা বলে বসবেন। এই মুভিটি দেখাটা অতোটা সহজ নয়,কিছু দৃশ্য আছে বেশ horrifying।
তিনটি মুভিই IMDb Top 250 এ রয়েছে। আবারো বলছি,যদি ব্রিটিশ মুভিতে এলার্জি না থেকে থাকে তাহলে উপরোক্ত মুভিগুলো দেখে বেশ ভালো লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।