সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় পেয়েছে। আজ অ্যান্টিগুয়া হকসবিলসকে ১২ রানে হারিয়েছে তাঁর দল বার্বাডোজ ট্রাইডেন্টস। আর এ জয়ে সাকিব গুরুত্ববপূর্ণ ভূমিকা রেখেছে।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বার্বাডোজ টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে। স্বাগতিকদের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব শোয়েব মালিক (৩৩), জোনাথন কার্টার (৩১) ও উমর আকমলের (৩০)।
জবাবে অ্যান্টিগুয়ার ইনিংস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমে যায়।
সাকিব ৪ ওভার বল করে ম্যাচের একমাত্র মেডেনসহ ১৬ রান দিয়ে রিকি পন্টিংয়ের উইকেটটি নিয়ে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।