আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের শীলা(ক্যাটরিনা)মাতিয়ে গেল বাংলাদেশ (ধন্যবাদ ডেসটিনি কে)

হতেও পারে

শীলার জন্যই আজ অনেকদিন পর আবার লিখতে ইচ্ছে করছে। যেদিন থেকে শুনছিলাম শীলা বাংলাদেশে আসবে সেদিন থেকেই ভেতরে ভেতরে অন্যরকম এক উত্তেজনা বোধ হচ্ছিল! কবে আসবে কবে আসবে করে করে দিন পার করছিলাম। সেই ছোট্টবেলা থেকেই শীলা আমার হিরোইন। এত্ত ভালো লাগে! শীলাকে একবার দেখতে পাওয়া মানে জীবনটাই স্বার্থক! পুরো বাংলাদেশ খুঁজে ফিরলেও ক্যাটরিনার(শীলা) মতো এত বড় স্টার খুঁজে পাওয়া যাবে না আমি নিশ্চিত। আমার সব বন্ধুরাই টিকেট যোগাড় করে ফেলেছে অনেক আগেই।

আমার জন্যেও একটা বাড়তি টিকেট নিয়েছিল। কিন্তু কিছুতেই যেতে পারলাম না। কি করব মন খারাপ নিয়েই বিকেল থেকে টিভির সামনে বসে ছিলাম লাইভ দেখব বলে। অনেক অনেক পরে শীলা যখন আসল মন পুরোটাই ভালো হয়ে গেল। আমার স্বপ্নের শীলা।

কিন্তু মেজাজটা খিঁচড়ে যায় যখন দেখি সামুর ব্লগাররা এই অনুস্টান নিয়ে আজেবাজে কথা বলে ,আমার শীলার সমালোচনা করে। দুলাইন হিন্দীও বলতে পারে না সামুর সব ভাষাপ্রেমিক ব্লগাররা। শুধু ফেব্রুয়ারী মাসের দোহাই দেয়। ফেব্রুয়ারী মাস তো কি হইছে ,হিন্দি একটি আধুনিক ভাষা,হিন্দিতে কথা না বলতে পারলে সে আবার কিসের স্মার্ট। আসলে সামুতে রেজিস্ট্রেশন ফ্রী করে দেয়াটাই ভুল হইছে,রেজিস্ট্রেশনের মূল্য অনেক বেশী হওয়া দরকার ছিলো,তাহলে এইসব হিন্দি না জানা অশিক্ষিত ব্লগাররা আর ব্লগিং করতে পারতোনা।

" " " পোস্টটির অনুপ্রেরনাঃ জলকণা আফা বি.দঃ আজকে আমি জলকনা আফার একটা পোস্টের অপেক্ষায় ছিলাম,কিন্তু না পেয়েই আমি নিজেই পোস্টাইলাম। কিন্তু দুক্ষ আমার আজা আর মাইনাস বাটন নাই,তাই আমি হয়তো আর চিকন মিয়া মাইনাস পুরস্কারটা পাবনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.