লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের সংবাদে জানা গেছে ,সিরিয়ার বাশার বাহিনী নিয়ন্ত্রিত একটি অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪০ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছে।
ধারণা করা হচ্ছে মধ্যাঞ্চলীয় হোমস নগরীর ওয়াদি আল দাহাব এলাকার বাশার অনুগত সেনাদের অবস্থান লক্ষ্য করে বিদ্রোহীদের গোলাবর্ষণই এ বিস্ফোরণের কারণ। সম্প্রতি বাশার সমর্থিত সেনারা বিদ্রোহীদের কাছ থেকে ওই এলাকা হস্তগত করে।
সংগঠনটি নিশ্চিত করেছে, বিস্ফোরণের ঘটনায় সেনা সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।