তুর্কি সীমান্তে ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের চাচাতো ভাই মারা গেছেন। হিলাল আল আসাদ রবিবার নিহত হন বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্দোলনকারীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
ওই দিন সিরিয়ার লাতাকিয়া প্রদেশের তুর্কি সীমান্তে ইসলামপন্থী বিদ্রোহী জঙ্গিগোষ্ঠি আল নুসরা ফ্রন্ট্র ও অন্যান্য ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে লড়াইয়ে তিনি মারা যান বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। লড়াইয়ে হিলালের সঙ্গে তার বাহিনীর আরো সাতজন নিহত হয়েছেন বলে জানা যায়।
হিলাল আসাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তিনি উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার বেসামরিক জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন বলে জানিয়েছে তারা। এ লাতাকিয়া প্রদেশ থেকেই আসাদ পরিবারের উত্থান হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।