আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বাশার?

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বিরোধীদের বিক্ষোভ ও সহিংসতায় সরকারের নাজুক অবস্থা এবং অব্যাহত আন্তর্জাতিক চাপের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কি সরে দাঁড়াচ্ছেন? রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তা বোঝা যাবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। বিদ্যমান সহিংস পরিস্থিতিতে নিজের ও সরকারের অবস্থান ব্যাখ্যা করতে জাতির উদেশে ভাষণ দেবেন তিনি। রোববার স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এ ভাষণ দেবেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বাশার? রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি’র (সানা) খবরে বলা হয়েছে, গত জুনের পর এই প্রথম জনগণের উদ্দেশে কথা বলবেন বাশার আল-আসাদ। জাতিসংঘ ও আরব লীগের শান্তিদূত লাখদার ব্রাহিমির সঙ্গে বৈঠকের কয়েক দিন পরই এ ভাষণ দিচ্ছেন তিনি। বাশার আল-আসাদকে সরে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেন ব্রাহিমি। বিদ্রোহীদের অব্যাহত আক্রমণের মুখে সরকারের অবস্থান ইতোমধ্যেই নড়বড়ে হয়ে যাওয়ায় বাশার সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন বলে ধারণা করছেন অনেকেই। এ ভাষণে সরকারের অবস্থানের বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করছেন সিরিয়রা।

মধ্যপ্রাচ্য জুড়ে আরব বসন্তের রেশ ধরে ২০১১ সালে ১৫ মার্চ বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। গত ২২ মাসে দেশটিতে অব্যাহত সহিংসতায় অন্তত ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে বাশার আল-আসাদ সরে দাঁড়াবেন কিনা তা রোববারের ভাষণের পর বোঝা যাবে। সূত্র : বিবিসি, আল জাজিরা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.