আমাদের কথা খুঁজে নিন

   

শিলার যৌবনে ডুবে থাকো আজ আমার মত

জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি

একটু পরেও শুরু হয়ে যাবে ট্রাইনেশন শো নামন ভারতীয় সাংস্ক্রতিক আগ্রাশন এর আরেক পর্ব। অফিসের জানালা দিয়ে দেখছি হাজার হাজার মানুষ টিকেট হাতে লাইন ধরে দাড়িয়ে আছে শিলার যৌবন দেখার অপেক্ষায়। টিকেটের দামটাও কম না। ২০০০ থেকে ২৫০০০ হাজার পর্যন্ত। অবশ্য আরো যাদের টাকা আরো বেশি তারা শিলার গরম নি:শ্বাস নেওয়ার জন্যও প্লাটিনাম টিকেটও আছে।

তার দাম লাখের উপর। স্টেডিয়ামের ঠিক পাশেই রয়েছে উদ্বাস্ত অনেক মানুষ। তাদের অবশ্য শিলার যৌবনে খুব একটা আগ্রহ নেই। তাদের আগ্রহ ফুটপাতে ৫ টাকায় বিক্রি হওয়া ভাতে। তাদের পাশ দিয়ে গায়ে পারফিউম লাগিয়ে হাতে হাজার টাকার টিকেট নিয়ে শিলার যৌবন দেখতে যাওয়া দর্শকের মনে কি একবারও কষ্ট হয়না এই সব উদ্বাস্ত মানুষের জন্য।

জানি হয় না। উল্টো নাক শিটকিয়ে বলেন.. "এগুলারে এখান থেকে সরানো হয় না কেন....? যত্তসব ফকিন্নির দল। " আজ শিলার যৌবনে ডুবে থাকবেন। ফেরার সময় গুন গুন করে হিন্দি গান গাইতে গাইতে বাসায় ফিরবেন। দুঃখিত... ফেরার সময়ও সেই সব উদ্বাস্তদের দেখতে পাবেন।

একটা কাথা মুড়ি দিয়ে স্টেডিয়ামের পাশেই ফুটপাথে ঘুমিয়ে আছে। যদি শিলার যৌবনের ঘোরে তাদের মাড়িয়ে দিয়ে যান দুঃখ পাবার কোন দরকার নেই। কারন এতে তারা অভ্যস্ত আছে। বরং অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন... আপনার ছন্দময়ী চলার পথে বাধা সৃষ্টি করার জন। আর আমাদের সরকার রাতেই হয়ত দাদাদের ধন্যবাদ দিবেন।

এমন একটি অনুষ্ঠান করতে সহযোগীতা করার জন্য। পররাষ্ট্র নীতির এ এক বিশাল সাফল্য। অন্যদিকে লিবিয়া আটক বাংলাদেশীরা হয়ত সারাক্ষন কাঁপছেন। না না... শিলার যৌবনের ধাক্কায় নয়... প্রান ভয়ে। কখন তাদের জীবন চলে যায় অন্য ৩৭ বাংলাদেশীদের মত।

যাদের স্বজনরাও জানেন না তারা এখন আর বেঁচে নেই। পররাষ্ট্র মন্ত্রনালয় অবশ্য শিলার যৌবনে এখন মত্ত আছে। আর আপনাদের উদ্ধার করার মধ্যে তো কোন সাফল্য নেই। আপনারা ফেরত আসলেই বরং দেশের উপর চাপ বাড়বে। পারলে বেচে থাকার চেষ্টা করেন নতুবা মরে যান।

খামোখা এই আনন্দঘন মহুর্ত গুলোতে বাধা দিচ্ছেন। সোমালীয়ায় আটক নাবিকদের ফিরে আসার অপেক্ষায় থাকা স্বজনেরা কি দেখবেন শিলার যৌবন? দেখাই উচিত। এটাই তো আমাদের পররাষ্ট্র নীতির সাফল্য। যদি কোন দিন সোমালিয়ার যৌবন সরকারকে আকৃষ্ট করে তবেই তো মুক্তি মিলবে আটক থাকা নাবিকদের। আমিও দেখব।

আমিও ডুবে থাকব শিলার যৌবনে। আর রাতে স্বপ্নের ঘোরে হিন্দি গান গাইব... নাচব। কি মজা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.