আমাদের কথা খুঁজে নিন

   

শিলার ক্ষমা প্রার্থনা



প্রিয় সামহয়্যারইনব্লগ পরিবার, প্রত্যাশার নাম না জানা বিন্দু থেকে লিখছি। ঈদটা ভালোই কেটেছে বলে আমার বিশ্বাস। আমার কেটেছে দারুণ দু:শ্চিন্তায়। কারণ ঈদের আগে আমি একটা বড়সড় অন্যায় করে ফেলেছি। তাই ক্ষমা না চেয়ে স্বস্তি পাচ্ছি না।

ঘটনাটি ছিল বড়ই অদ্ভুত। কিছু বুঝে উঠার আগেই দুই আগন্তুক আমার কাছে সামহয়্যারের সব ব্লগারের ঠিকানা দাবি করে বসলেন। তাদের চোখের দিকে তাকিয়ে ভীষণ ভড়কে যাই। শান্ত সুবোধ বালিকার মতো গড় গড় করে আপনাদের ঠিকানা বলে দিয়েছি। বিশ্বাস করুন, আমি ভীষণ ভয় পেয়েছিলাম।

পরে ভরসা পেলাম এই ভেবে যে, ক্ষমা চাইলে আপনারা আমায় মাফ করে দেবেন। তাছাড়া আগন্তুক দুজনকে আমার কাছে বাজে মনে হয়নি। ওহ! কেমন ভুলোমন আমি!! আগন্তুক দুজনের নামই বলা হয়নি। তারা হলেন 'ঈদ' ও 'শুভেচ্ছা'। ঈদ কাটিয়ে আমি এখন কান্ত।

আপনাদের জন্য দুটি বাক্য ছাড়া আর কিছুই দিতে পারছি না। একটি বাক্য বড়, বাকিটি ছোট! বড় বাক্যটি হচ্ছে : 'আপনাদের সবাইকে অভিনন্দন'। আর ছোট বাক্যটি হচ্ছে : 'অভিনন্দন'। সবাই ভালো থাকবেন। হ্যাপি ব্লগিং!!! ইতি আপনাদের গুণমুগ্ধ শিলা ১৪-১০-০৭


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.