মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি........
বন্ধু, কেমন আছিস?
আমি যে খুব ভাল আছি তা নয়। তবুও লিখতে বসলাম।
তোকে সময় মতো লিখিনা এটা তোর অভিযোগ অনেকদিনের।
অস্বীকার করছিনা। এখন রাত এগারটা বাজতে ২ মিনিট বাকি।
তবুও লিখতে বসলাম। তোকে বলতে ইচ্ছে হয় অনেক কথা, বলা হয়না।
যাক, তুই কেমন আছিস? তোর বাবুটা কেমন আছে?
জানাস আমাকে? খুব জানতে ইচ্ছে করছে।
জানিস বাড়িতে ঠিকই টিভি আছে, সেখানে অনেকগুলো চ্যানেল প্রতিনিয়ত প্রলুব্ধ করে সামনে বসতে। তবুও সময় করে টিভির সামনে বসা হয়না।
আসলে একটা মানুষ তার জীবনে নিজের জন্য খুব কম সময়ই ব্যয় করতে পারে।
যদি সে প্রকৃত মানুষ হবার চেষ্টা করে।
গত কয়েকদিন আগে এক বন্ধুর কাছ থেকে নিয়ে নাটকের একটি সিডি দেখছিলাম।
দেখতে শুরু করবার পর দেখতে দেখতে পুরোটাই দেখে ফেললাম।
নাটকটির নাম সিটিবাস।
নাট্যকার নোমান রবিন। পরিচালনাও নিজে করেছেন। দারুন লাগলো।
পুরোটাই ঢাকা শহরের হরেক রকম মানুষের জীবনের ছোট একটি প্রতিচ্ছবি।
অনেকদিন এমন নাটক দেখা হয়না।
প্রকৃত প্রস্তাবে মানুষের জীবন যে কী রহস্যময়, আর কত রকমের সমস্যা কাধে নিয়ে সে ঘুরে বেড়ায়-এটা তার একটা জীবন্ত উদাহরণ।
সুযোগ হলো দেখিস। জানি তোর এখন অফুরন্ত সময়। ইচ্ছে হলে দেখতে পারিস।
আজ আর নয়, কিছুক্ষণ পরেই সেহরি খেতে হবে।
আবার উঠতে হবে সেই সকালে। উঠতেই হবে।
খোদাহাফেজ। আবার সময় হলে তোকে লিখতে বসবো। ভাল থাকিস।
ইতি তোর বন্ধু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।