There is more than one of everything...
কলেজে থাকতে একটা মেয়েকে খুব ভালো লাগতো।
মেয়েটা খুবই ফর্সা ছিল, চোখ ছিল খয়েরী আর চুল খুব রেশমী ছিল।
আমার একটা বান্ধবী ছিল,তাকে বললাম মেয়েটাকে ভালো লাগে।
সে বলল যে সে দেখবে।
বান্ধবীর নাম ছিল ।
পরে এর জন্মদিনের দিন ওর এক বান্ধবী ফোন করে বলল,"দেখ তুমি যাকে পছন্দ কর সে অন্য একজন কে পছন্দ করে। আমি যদি তার পরিবর্তে অন্য কারো কথা বলি তুমি কি রাজী হবে?"
আমি যা বোঝার বুঝে নিলাম।
এর বাসায় যেতে বলল,গেলাম।
ওকে জিগ্গেস করলাম,"তুমি আমাকে পছন্দ করো?"
শেষ বিকেলের রোদ এসে ওর গালে পরছিল।
ও হালকা করে মাথা নেড়েছিল।
ওর মা চলে আসায় আমি কোন উত্তর না জানি্যেই চলে এসেছিলাম।
পরেরদিন যখন ওর সাথে কথা বলতে গেলাম ও কেন যেন এভয়েড করছিল আমাকে।
ওকে একটা জিনিস দিয়েছিলা,সেটা সবার সামনে আমার মুখের উপর ছুড়ে দিয়ে বলেছিল,"তোমার সাথে সম্পর্কের আমার দরকার নেই। "
তখন বুঝতে পারিনি ও ফান করছিল না সিরিয়াসলি বলছিল।
পরে একদিন ওকে সামনাসামনি জিগ্গেস করলাম,"আচ্ছা তুমি যে সেদিন বললে আমাকে পছন্দ করনা,সেটা তো রাগ করে বললা,আজ ঠান্ডা মাথায় বলো ভালোবাসো কি না।
"
ও হাসতে হাসতে বলল,"না। "
পরে আর কথা বলতে যাইনি।
হঠাৎ একদিন রাতে আমার বাসায় অপরিচিত একজন এলো ওকে খুজতে।
ও নাকি বাসা থেকে পালিয়ে গেছে,তাই ওর বাসা থেকে দেখতে এসেছে আমার সাথে পালিয়েছে কি না!!!
১৫ দিন পরে ও ধরা(!)পড়েছিল,ওর বাবার এক কর্মচারীর সাথে নগদ টাকা সহ পালিয়ে গিয়েছিল। ঐ ছেলে নাকি ওকে আরো টাকার জন্য মারধোর করত।
সে জেলে গিয়েছিল।
কথা ভুলেই গিয়েছিলাম,কতকাল আগের কথা। When I was 17.
হঠাৎ একদিন রাতে আমার আম্মা ফোন দিয়ে বলল,"আচ্ছা সবুজ তোমার কলেজ লাইফের বান্ধবী এর কথা মনে আছে নাকি?(আম্মা ওর সাথে আমার কোন ঘটনার কথা জানত না। )"
ভাবলাম আম্মা সব জেনে গেল নাকি?
বললাম,"হ্যা মনে আছে। কেন?"
আম্মা বলল,"আমি তো এখন এর বাসায় চা খাচ্ছি।
"
আমার হার্ট লাফাইতে লাফাইতে তখন মনে হয় গলা দিয়ে বের হবে।
পরে আম্মা মোবাইলে ওর সাথে কথা বলি্যে দিলো।
পরে একদিন আম্মা আমাকে একটা কথা বলল যা শুনে খানিকটা হাসলাম খানিকটা দীর্ঘশাষ ফেললাম:
" মেয়েটা কিন্তু খুব ভালো। ওদের বাসায় যেদিন বেরাতে গেলাম ওর মা কে বলল, 'মা,সবুজের আম্মা এসেছে। আন্টি কে বেশী করে চা দাও।
' "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।