আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
তোমার হাসি বেয়ে নামে যে জোসনা
দেখ কিভাবে আমার আধার গুলো
ধুয়ে নিয়ে ভরিয়ে দিচ্ছে রত্না।যাতনা গুলো
কিভাবে মুছে, ছড়িয়ে দিচ্ছে সুখ প্রতি শাখে
আজব চাদনী রাতে।
তোমার নয়ন ভরা স্বপ্ন কাজল
দেখ কিভাবে সরে যাচ্ছে কষ্টের বাদল
আমার আকাশ ছেড়ে। চাদনী রাতে।
আমার আকাশ ভরা ছিল কালি
তুমি তাতে উদয় হলে যেন শশাংক এক ফালি।
দু:স্বপ্নের পল কেটে মুক্তো ছড়ায় আভা
তুমিই শোভা জীবনের শাখে। চাদনী রাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।