ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
চাঁদনী রাতে রঙিন গোলাপ
তোমার মাঝে দেখি,
আঁধার সুখে কাব্যমালা
তোমায় নিয়ে লিখি।
তোমায় নিয়ে স্বপ্নে আমি
স্বপ্ন রাজে যাই,
সেইখানেতে তোমায় আমায়
মহামিলন পাই..
মহামিলনের মহামেলায়
মোদের নিত্য শাসন,
তুমি আমি রাজা রানী
আর একটি সিংহাসন।
সিংহাসনে বসে মোরা
চালাই শাসন কাজ,
প্রেম রাজ্যে সর্বব্যাপি
মোদের চির রাজ।
স্বপ্নীল প্রেমের রাজ দরবার
স্বপ্নের রঙে সাজাই,
স্বপ্ন বীণায় আপন হাতে
স্বপ্নের সুর বাজাই।
সুরের তালে প্রেমের পালে
লাগে সুখের হাওয়া,
দুই হৃদয়ে দুইজনার
নিত্য আসা-যাওয়া।
তোমায় আমায় দুইজনা
একটি আত্মায় গড়া,
মনের ভিতর স্বর্গের সুখ
প্রেমেতে প্রাণ ভরা।
স্বপ্নের শ্রেষ্ঠ প্রকাশে
তোমায় আমায় দেখা,
প্রেমের সুপ্ত ফুলরসে
এ কবির কবিতা লেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।