ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
ঝড় এল ঝড়ের মতো করে,
সকল যুগের,সব দেশের
অন্ধের মতো, তার চোখের
বালাই নাই।অবলম্বন ছাড়াই
কাশবনের যত ফুল বেঁচে ছিল হাসিমুখে,
উড়ু উড়ু মন নিয়েই তারা উড়ে গেল।
নিশানগুলো উড়তে উড়তে হারিয়ে গেল
আতশবাজি আর ফানুসের মতো।গাছের
মগডালের ঝড় এল সারা জীবনের,সারা জগতের
আগ্রাসনের মতো তারপর হারিয়ে গেল নিজেই।যাদের
উড়িয়ে নেওয়ার,গুড়িয়ে দেওয়ার জন্য এত
বাড়াবাড়ি তার কারও সাথেই আর
দেখা করতে চায না সে।
আবার এলে নতুনদের সাথে আর অপরাজিত সবার সাথেই
কথা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।