বাণিজ্য মন্ত্রী জিএম কাদের বলেছেন, ৯০ দশকের পর থেকে গণতন্ত্র চর্চার পরিবর্তে রাজনৈতিক দলের নেতারা দল রক্ষার জন্য ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে যাচ্ছেন।
তিনি আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা বারবার সংসদ বর্জন করে প্রমাণ করেছেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র অকার্যকর।
তিনি বলেন, গণতন্ত্রের কেন্দ্রবিন্দু সংসদ হলেও সংসদ সদস্যদের কার্যক্রম সংসদকে দূষিত করছে।
জিএম কাদের বলেন, গণতন্ত্র হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছায় প্রতিনিধি বেছে নেওয়া। এখানে জনগণ যা চাইবে শাসকদের তাই করতে হবে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র অপচর্চার মাধ্যমে দিন দিন গণতন্ত্র বিঘ্মিত হচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচনে ভয়াবহ সহিংসতার আশংকা প্রকাশ করে তিনি এখনই সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।