জেগে জেগে স্বপ্ন দেখতে পারেনা কেউ। আমরা বাঙালিরা পারি। অবশ্য এ জন্যে আমাদের নামের পাশে মরহুম বিশেষণটিকে যুক্ত হতে হয়। আমরা কেউ মরে গিয়ে স্বপ্ন দেখবো, বাকীরা কমিটি করবো-...এর স্বপ্ন বাস্তবায়ন কমিটি!
স্বপ্নের ফেরি করে বেড়াবো আমরা। আমরা হবো চলন্ত লাশ! যাদের ভাববার কথা, তারা ভাববো না! বাকীরা গাইবো-
কবে ভাঙিবে নিদ
ভাঙিবে কি কভু
আশার প্রদীপ জ্বেলে
জেগে ভবো তবু
বইমেলায় আজ প্রকাশিত হলো আমার নতুন বই- স্বপ্নের ফেরিওয়ালা
প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ, পাওয়া যাবে স্টল নং ৫০১ এ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।