ভালবাসি ঘুরে- বেড়াতে, তাই বার বার ফিরে যাই প্রকৃতির কাছে...
এই লেখাটাতে মন্তব্য করার ইচ্ছে ছিলনা। তবুও 'উর্মি খান' এর ভুল ধরা দেখে মন্তব্য করতে ইচ্ছে হল। মনে হয় বেচারা টিউটর সাহেবের কোন দোষ নেই। প্রশ্নটি আমার মাথায়ও বেশ কিছুদিন ধরে ঘুরছিল। আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি 'শ্রেণী' বানান। কিন্তু এ বছর সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনকৃত পাঠ্যপুস্তকের কভার পেইজের দিকে একটু তাকালে দেখতে পারবেন 'শ্রেণি' বানান। তাহলে আমরা এতদিন যেটা পড়েছি সেটা কি ভুল? নতুন বানানটা কোন নিয়মে হল সেটা জানার খুব ইচ্ছা আমার। কেউ সেটা বলবেন কি? এটা কি দিনবদলের জোয়ারে বদলে গেল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।