আমার কোপতাক্ষ, তিস্তা, সুরমার পাড় থেকে
অগুনতি ফুল হাতে তোমরা চলেছো।
সৌম, শান্ত, ধীর মিছিল,
জ্বেলেছো স্নিগ্ধ, মমের আলো
মানববন্ধনে বেঁধেছো হাত।
কোথায় চলেছো?
ভাষার মিনারে অর্ঘ সাজাতে
প্রাণ ঢালা আবেগ নগ্নপা দীর্ঘ প্রতিক্ষা
তোমরা চলেছো অপরিসীম ধৈর্য
হৃদয় আকুল।
আ-হা ,কবে আমি আবার দাঁড়াব
তোমাদের সারিতে দূর থেকে এই হাহাকার সরিয়ে
আমার প্রাণের সঞ্চরণে, রক্তের চলাচলে।
তোমাদের নিঃশ্বাসের ধ্বনী।
আমার বাস্তবতা ঘিরে থাকে
দেশমাতৃকার জোয়ারের টান।
পূর্ণিমা চাঁদ হয়ে হাসে আমার স্বদেশ
অন্তরে র্নিভিতে প্রতিদিন ঢেউ তুলে শ্বাসে প্রশ্বাসে।
আমি কবে আবার দাঁড়াব
হৃদয় অঞ্জলি গোলাপ হাতে
প্রভাতফেরীতে তোমাদের সাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।