আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের আইনসভা (কেপিটল) লক্ষ শ্রমিকের দখলে।



নানান ব্যানারে, সাইনে (প্ল্যাকার্ড), লাল রংয়ে মেতে উঠেছে শ্রমিকদের এই মিলনমেলা। গত সপ্তাহ থেকে আইনসভায় এক অচলাবস্থার সৃস্টি করেছে ছাত্র, হাইস্কুল শিক্ষক, ফায়ার ফাইটার, নার্স সহ সকল স্তরের সরকারি শ্রমিক, বামপন্থী কর্মী ও সারাদেশ থেকে আগত উইনিয়নিস্টরা। শ্রমিকের দখলে রাখা কেপিটল বিল্ডিংকে কেন্দ্র করে লক্ষ মানুষের ঢল নামছে উইসকনসিনের রাজধানী মেডিসনে। যুক্তরাষ্ট্র মন্দা দশা কাটানোর জন্য ব্যবসায়ীদের ট্যাক্স কাট অব্যাহত রাখলেও শ্রমিকদের স্বাস্থ্য ও পেনসন সুবিধা কমানো, এমন কি ইউনিয়ন করার অধিকার কেড়ে নে'য়ার প্রস্তাব সম্বলিত বিলটি এখন উইসকনসিনের আইনসভায়। বিলটি যেদিন টেবিলে আসার কথা তার আগে থেকেই শ্রমিকরা ছুটে যায় কেপিটলে, পরিস্থিতি খারাপ টের পেয়ে ডেমোক্রেট সেনেটররা এলাকা ছেড়ে পালিয়েছেন।

কোরাম পূর্ণ না হওয়ায় বিলটি উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। শ্রমিক লিডারশীপের চাওয়া আর আন্দলনরত শ্রমিকদের চাওয়ার ফারাক অনেক। স্লোগানে স্লোগানে মুখরিত কেপিটল চত্ত্বরে ভাসছে আরবের মত সুর "ওরাকার গো..', 'কিল দা বিল', 'উই আর নট থাগ (ঠগ)'। লিডাররা বিশ্ব মন্দার ফলে সিকিউরিটি কাট মেনে নিয়ে ইউনিয়নের অধিকার রাখতে চায় নইলে নাকি তারা থাকে না। বাজেট ঘাটতির প্রধান কারণ হলো ইরাক আফগান যুদ্ধ, কর্পোরেট মালিকদের এই 'ওয়ার আগেইন্স্ট টেররে'র খেসারত দিতে হবে শ্রমিকদের।

এর প্রতিবাদে 'একজন আহত মানে সকলে আহত' স্লোগান তুলে তাকিয়ে আছে সারাদেশের শ্রমিকরা । কি ঘটে উইসকনসিনে!! অন্যদিকে টি পার্টির এজেণ্ডা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই বিল। গতকাল (শনিবার) টি পার্টি কেপিটলে শো ডাউন করতে গিয়ে এক লাখ মানুষের জনসমুদ্রে তলিয়ে যায়। উইসকনসিন থেকে আন্দোলন ছড়িয়ে পড়ছে আশেপাশের রাজ্যে। সারা দেশের নজর এখন মেডিসন কেপিটলে!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.