আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা সহকর্মীর গোপন ছবি তোলায় জজ সাসপেন্ড



বরিশালের সহকারী জজ ইলিয়াস রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সহকর্মীর বাসায় গোপন ক্যামেরা বসিয়ে অশ্লীল ছবি ধারণের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। সুপ্রিমকোর্টের ফুলকোর্ট বৈঠকে গতকাল তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি অনুমোদন দেয়া হয়। এছাড়াও বৈঠকে হাইকোর্ট রুলের সংশোধনী পর্যালোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে গতকাল ফুলকোর্ট বৈঠকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছরের মাঝামাঝি সময়ে বাগেরহাটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে থাকাকালীন ইলিয়াস রহমান তার এক মহিলা সহকর্মীর রুমে গোপন ক্যামেরা স্থাপন করেন। এ বিষয়টি ওই সময় পত্রপত্রিকায় প্রকাশিত হলে বিচার অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সুপ্রিমকোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতে গতকাল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।