আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিস্টাল চোখ



ক্রিস্টাল চোখ শহীদ শেখ বেলাল ভাই যাঁর চোখের অ্যাকুরিয়ামে দেখেছি সাংস্কৃতিক সাঁতার গতকাল রাতে- চলে গেছে কলমের কবি ক্রিস্টাল চোখ দুটি জ্বলে গেছে বারুদের তেজে ফের আর কোনো দিন, দেখেনি- পৃথিবীর ছবি। চোখ দুটি তার বেশি দেখে বলে অন্ধকারও ভয় পেয়ে পালাতো অন্ধকারে ভয় পাওয়া অন্ধকার তাই ক্রোধের বসে জ্বালায় চোখ- সমাজের আয়না দুটি ছলনার ছলাকলে। চোখ দুটি তার বড় বেশি প্রয়োজন যেখানে অন্ধকার গাঢ় সেই সব গাঢ় অন্ধকারে তাঁর চোখ দুটি সেট করে দেখে নেয়া যেতো অন্ধকারের আয়োজন। ক্রিস্টাল চোখ দুটি জ্বলে গেছে, জ্বলে আরো দুটি চোখ হোক ভাটি অঞ্চলে। http://afsarnizam.wordpress.com/ http://afsarnizam.blogspot.com/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।