আমাদের কথা খুঁজে নিন

   

গৃহবধুকে পুড়িয়ে মারার চেষ্টা, শ্বশুর-শাশুড়ী আটক

শুক্রবার দুপুরে ফারজানাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ফারজানার শ্বশুর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের কবির আহম্মদ (৬০) ও শাশুড়ী হারিছা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
ফারজানা একই উপজেলার দক্ষিণ সতের গ্রামের মিলন মাস্টারের মেয়ে। সাড়ে তিন বছর আগে সগির আহম্মদের সঙ্গে ফারজানার বিয়ে হয়।

সগির বাহরাইন প্রবাসী। তাদের একটি দুই বছরের মেয়ে রয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়ির লোকজন ফারজানাকে নির্যাতন করতো। ফলে ফারজানা প্রায় সময় বাপের বাড়িতেই থাকত। ঈদ সামনে রেখে চিনি-সেমাই নিয়ে তিনি স্বামীর বাড়ি আসেন।


বাপের বাড়ি থেকে আনা ঈদ-সামগ্রী নিয়ে সকালে শ্বশুর-শাশুড়ী ও দেবর একরামুল হকের সঙ্গে ফারজানার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করে।
পরে ফারজানা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লে সেখানেই তার গায়ে আগুন দেয়া হয় বলে জানান ওসি।
প্রতিবেশীরা ফারজানাকে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসিম কুমার সাহা জানান, ফারজানার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.