আমাদের কথা খুঁজে নিন

   

যৌতুকের টাকার জন্য গৃহবধুকে পিটিয়ে হত্যা

মাত্র ৪'শত টাকার জন্য পাষন্ড স্বামীর হাতে জীবন দিল এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামে। নিহত গৃহবধুর নাম সুলতানা বেগম (২৫)। তিনি শুক্রবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, উপজেলার দোগাছী গ্রামের মনছুর আলীর ছেলে মোকছেদ আলীর সাথে একই জেলার মহাদেবপুর উপজেলার আবাদপুর গ্রামের মৃত আবিবুর রহমানের মেয়ে সুলতানা বেগমের ৭ বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবি করে বিভিন্ন সময় সুলতানার উপর অমানুষিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল মোকছেদ। এছাড়া কয়েক দফা যৌতুকও নিয়েছে মোকছেদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র ৪শ টাকা যৌতুকের দাবি করলে সুলতানা তার বাবার কাছ থেকে সেই টাকা আনতে অস্বীকার করলে মোকছেদ ক্ষপ্তি হয়ে সুলতানাকে বেদম মারপিট করে। এতে সুলতানা জ্ঞান হারিয়ে ফেললে ঘটনা বেগতিক দেখে মোকছেদ পালিয়ে যায়।

ঘটনাটি প্রতিবেশিরা জানতে পেরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সুলতানা মারা যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.