বিরামপুর শ্বশুরালয়ে গৃহবধুর চুল কেটে মারধর করে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে শুশ্বর বাড়ির লোকেরা ।
বিরামপুর উপজেলার পৌর এলাকার সারাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত অবস্থায় গৃহবধূ ফরিদাকে বিরামপুর হাসপাতালে গত সোমবার ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও আজও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ জানায়, পারিবারিক এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধু ফরিদাকে তার বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে তার স্বামীর বড় ভাই মোকছেদ, ননদ রুবিনা, ফেরদৌসী, শিউলী ও সুফিয়া মিলে কথাকাটির এক পর্যায়ে কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে বটি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। এক পর্যায় গৃহবধু ফরিদা অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য পাঠায়।
বিরামপুর থানার ওসি নাছির উদ্দিন মন্ডল মঙ্গলবার অভিযোগ দায়ের করার কথা স্ব্বীকার করে জানান, আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।