একটা সাইট থেকে জানলাম যে, এনটিভি’র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় নাকি নায়ক সাকিব খান এসেছে। তিনি নাকি এই অনুষ্ঠানে আসার ব্যপারটা দিয়ে কেয়ামতে নাজাতের আশা প্রকাশ করেছেন এবং কান্না করেছেন। এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে সিনেমার নায়ককে আনা কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। তবে এটা কোমলমতি হাফেজদের/ইসলামপন্থীদের মনে একটা খারাপ ধারণা জন্ম দিতে পারে। এরকম ধূম ধাড়াক্কা, খুল্লাম খুল্লা নেচে গেয়েও ইসলামী লেবাস নিয়ে এলেই তাকে নেক বান্দাহ বলা যায় না।
আর তার ঐ অনুষ্ঠানে আসার খবরে দেখি ফেসবুকেও অনেক লাইক, শেয়ার পড়ছে । আবার সেই শটকার্ট মুসলিম, যারা লাইক, শেয়ার করে সওয়াবের আশা করে! মূর্খ মুসলমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।