আমার কথা
অভ্র এর একটা পুরনো ভার্সনে ভালোই চলছিল। অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এ আপগ্রেড করার পর থেকে সেটা ঝামেলা করছিল। গতকাল অভ্র লেটেস্ট ভার্সন ডাউনলোড করার পর থেকেই দেখি আরেক সমস্যা। কিছু টেকি পোন্টে আগেই পড়েছিলাম কীভাবে ইউনিবিজয় নতুন ভার্সনে ব্যবহার করা যায়। সে অনুযায়ী কপি পেস্টও করলাম। কিন্তু আমি বিজয় কীবোর্ড লেআউটে এতটাই অভ্যস্ত যে ইউনিবিজয় কিছুতেই ভালো লাগছে না।
Click This Link
এই পোস্ট থেকে বিজয লেআউট ডাউনলোড দেবার পরও দেখি সেই আগের মত।
আমি চাই হুবহু বিজয় লেআউট যেখানে ে ি এগুলো বর্ণের আগে বসালেই আসবে। কিন্তু ই্উনিবিজয় দিয়ে তা পারছি না।
কারো কি জানা আছে লেআউটটা কোথায় পাব??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।