এক্সাম সামনেই, নেট তাই বন্ধ
গ্যান্জাম এতকিছু, পাইনিতো গন্ধ।
যতদিন ব্লগে আছি, আমি শুধু দেখে যাই
যতবেশী তর্ক, ততবেশী মজা পাই।
ব্লগে আজ মারামারি, অভ্র না জব্বার
জ্ঞানীসব করে রব, মত আছে সব্বার।
কেউ বলে চোর চোর ঘাড় রগ ফুলিয়ে
কেউ ছাড়ে অভ্রকে আকাশেতে তুলিয়ে।
কেউ ছাড়ে মতামত জব্বার ভালো না
মেহেদী'র মন ভালো, ওর মতো কালো না
কেউ বলে জব্বার ফেরেশতা তুল্য
বাঙ্গালী বুঝলো না তব মহা মুল্য।
দেখে যাই সারা দিন ঝগড়া তো থামে না
আবেগের পারদটা উচু থেকে নামে না।
একজন মেহেদীর কাজ যদি ভালো হয়
লাখো লোকে উপকার পেয়ে যদি খুশী রয়
'বিজয়' তো স্বপ্নকে এনেছিলো এ হাতে
জব্বার চেয়েছিলো বাংলাকে ছড়াতে
হাজার মেহেদী চাই, হাজারটা জব্বার
বাংলাই জয়ী হবে, চাওয়া হোক সব্বার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।