আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি এখনও অভ্র এর ডিফল্ট ফন্ট ব্যবহার করছেন? তাহলে নিয়ে নিন সুন্দর একটি বাংলা ফন্ট+ বিজয় কিবোর্ডে অভ্র দিয়ে বাংলা লিখুন!

অভ্র এর ডিফল্ট ফন্ট হিসেবে রয়েছে “Siyam Rupali” নামক ফন্ট। এটি বিশেষ করে বানানো হয়েছে যেন বাংলা লেখাগুলো যেন বড় করে দেখা যায় অর্থাৎ, লেখাগুলো যেন স্পষ্ট দেখা যায়। যদিও ফন্টটি দেখতে খুব একটা সুন্দর নয়। এ কারণে আমরা অনেকেই ব্যবহার করি “SolaimanLipi” নামক ফন্ট। কিন্তু আবার অনেকেরই এই ফন্ট সম্পর্কে ধারণা নেই।

এই ফন্টটি দেখতে একেবারেই বাংলা বই এর লেখার মত। ওয়েব সাইটের বাংলা ফন্ট হিসেবেও এটি আদর্শ। নিচের দুইটি Screenshot দেখে বিষয়টি আরো পরিষ্কার হবে...
Siyam Rupali
SolaimanLipi
তাহলে কোনটি আপনার পছন্দ হলো? যদি “SolaimanLipi” ফন্টটি পছন্দ হয়ে থাকে তাহলে, এখনই ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক -> goo.gl/A7oE4C
*প্রথমেই ডাউনলোড করা ZIP ফাইল থেকে ভিতরের ফাইলগুলো Extract করে নিন। দুইটি ফন্ট ফাইল দেখতে পাবেন “SolaimanLipi” আর “SolaimanLipi Bold” এই দুটো ফাইলই Install করতে হবে।


Windows 7/8/8.1 এ ফন্ট যেভাবে Install করবেন:
ফন্ট ফাইল দুটোর উপর Right-Click করুন এবং “Install” এ Click করুন।
Windows Xp এবং পূর্ববর্তী Windows ভার্সন এ যেভাবে Install করবেন:
ফন্ট ফাইল দুটোকে Copy করে C:\WINDOWS\FONTS এ Paste করুন।
Linux এ ফন্ট যেভাবে Install করবেন:
ফন্ট ফাইল দুটোকে Copy করে /USR/SHARE/FONTS এ Paste করুন।
অভ্র Open করুন এবং Taskbar থেকে অভ্র এর Icon এর উপর Right-Click করুন; তারপর Tools থেকে “Font Fixer” এর উপর Click করুন।

সেখান থেকে “SolaimanLipi” Select করে “Fix-It” চাপুন এবং Restart করুন।



*তাহলেই “SolaimanLipi” ফন্ট ডিফল্ট বাংলা ফন্ট হয়ে যাবে।
বিজয় কিবোর্ডে যেভাবে অভ্রদিয়ে বাংলা লিখতে আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে।
ডাউনলোড লিংক -> goo.gl/GDntgh
*ZIP ফাইলটি ডাউনলোড হয়ে গেলে Extract করুন।
এখন “UniBijoy” এর উপর Double-Click করুন।
তারপর অভ্র Restart করুন।

এবং থেকে অভ্র এর Icon এর উপর Right-Click করে “Select Keyboard Layout” থেকে “UniBijoy” Select করুন।

*এখন আপনি আপনার বিজয় কিবোর্ডে অভ্র দিয়েই বাংলা লিখতে পারবেন।
পোস্টটি সর্বপ্রথম প্রকাশ করা হয়েছিল (প্রযুক্তি.কম) এ -> http://www.prozukti.com
সৌজন্যে (প্রযুক্তি.কম) -> http://www.prozukti.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.