আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র আর বিজয়ের নাকি সমঝোতা হয়ে গেছে? অভ্র থেকে বাদ পড়ছে ইউনিজয় লেআউট। কিন্তু অভ্রতে তো কাস্টম লেআউট তৈরি করা যায়, তাই না?

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।

শুনলাম অভ্র আর বিজয়ের নাকি সমঝোতা হয়ে গেছে। খোঁজখবর নিয়ে দেখলাম, অভ্র থেকে ইউনিবিজয় লেআউট টা নাকি বাদ পড়ছে। আর সব ঠিক থাকবে।

কিন্তু অভ্রতে তো কাস্টম লেআউট তৈরি করা যায়। কোন এক টেকি ভাই একবার সামু তে সামহোয়্যার ইন ফোনেটিকের লেআউট তৈরি করে শেয়ার করেছিলেন ব্লগে। এবার কেউ কি পারবেন না হুবহু ইউনিজয়/বিজয় লেআউট তৈরি করতে? নাই বা থাকলো লেআউট অভ্রতে। আমরা যদি ইউনিবিজয় এর এরকম কাস্টম লেআউট তৈরি করে মিডিয়াফায়ার কিংবা অন্যান্য শেয়ারিং ওয়েবসাইটে আপলোড করে দিই, মো.জ. আমাদের কিভাবে ঠেকাবে? অভ্রতে তো সে লেআউট পাচ্ছে না, তাই না? ব্যাপারটা তখন হবে অনেকটা মোজিলা ফায়ারফক্সের অ্যাডঅনগুলোর মতো। ফায়ারফক্সের অ্যাডঅন গুলোর সব মোজিলা তৈরি করছে না।

কোন অ্যাডঅন যদি আমি তৈরি করি, সেটার দায় নিশ্চয়ই মোজিলাকে বহন করতে হবে না। সেরকম অভ্রতে আমরা অ্যাড অনের মতো এই লেআউটটা ডাউনলোড করে ইনস্টল করে নেব। অভ্র'তে নতুন লেআউট ইনস্টল করা খুব সোজা। এত কথা বলছি, কারণ আমি সবসময় বিজয় ব্যবহার করতাম, অভ্র আসার পর ইউনিজয় লেআউটে অভ্র ব্যবহার করি। ফোনেটিকে আমার সময় বেশি লাগে, টাচ টাইপিস্ট দের সবারই মনে হয় একই অবস্থা।

অভ্র থেকে ইউনিবিজয় বাদ পড়ে গেলে বেশ বিপদে পড়ব। আমি জাস্ট একটা মত প্রকাশ করলাম। ব্যাপারটা কি করা সম্ভব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.