আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রতিপক্ষ থাই যুবদল

আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ খেলবে ডেথ গ্রুপে। ডি ক্রুইফের শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল, ভারত ও পাকিস্তান। 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে এবার মরিয়া বাংলাদেশ। তারই প্রস্তুতি নিতে গত এক সপ্তাহ ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন জাহিদ হোসেন এমিলি, মোহাম্মদ জাহিদ, বিপ্লবরা।

এরমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেও ফেলেছে ক্রুইফ বাহিনী। প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের পাঁচ নম্বর ক্লাব অসোতস্পা সারাবুরির কাছে হেরেছে ১-২ গোলে। আজ একই ভেন্যুতে ক্রুইফ বাহিনীর প্রতিপক্ষ থাইল্যান্ড অনূধর্্ব-১৯ দল। প্রতিপক্ষ যুব দল হলেও ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না কোচ।

গতকাল থাইল্যান্ডে ছিল বাংলাদেশ ফুটবল দলের শেষ অনুশীলন।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ফুটবলাররা অনুশীলন করেছেন ন্যাংচক জাতীয় ফুটবল সেন্টারে। ইনজুরির জন্য জাহিদ ও মোবারক অংশ নেননি অনুশীলনে। ট্রেনার ইয়ামালি মুহাম্মেত জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দিবেন এই দুই ফুটবলার। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত একমাস ধরে অনুশীলন করছে জাতীয় দল। ঘরের মাটিতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে।

তারপরও রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে এখনো তেমন কোনো বোঝাপড়া গড়ে উঠেনি। গতকাল অনুশীলন শেষে এই কথাই বললেন রক্ষণভাগের ইয়েমিন মুন্না, 'আমাদের রক্ষণভাগের ফুটবলাররা ভিন্ন ভিন্ন ক্লাবে খেলেছে। তাই বোঝাপড়াটা সহজেই হচ্ছে না। আমরা গত এক মাস ধরে অনুশীলন করছি। এতে করেই বোঝাপড়াটা ধীরে ধীরে গড়ে উঠছে আমাদের মধ্যে।

রক্ষণভাগকে শক্তিশালী করে তুলতে চেষ্টা করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কোচ আমাদের ভালোভাবেই কোচিং করাচ্ছেন। '

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলা ১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ ছয়বারের চ্যাম্পিয়ন ভারত এবং ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলা। চ্যাম্পিয়নশিপের আগে আরও এক মাস সময় পাচ্ছে জাতীয় দল।

থাইল্যান্ড ছাড়াও ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন এমিলি, মামুনরা। থাইল্যান্ড সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে সারাবুরি ক্লাবের কাছে হারের ব্যাখ্যায় রক্ষণভাগের আরিফুল ইসলাম প্রতিপক্ষকে অনেক সংঘটিত বলেছেন, 'ম্যাচে আমরা পরিকল্পিত ফুটবলই খেলেছি। কিন্তু তারা অভিজ্ঞতার মিশেলে খেলে জয় ছিনিয়ে নিয়েছে। ওই ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, সেখান থেকে অনেক কিছুই শিখেছি। '

বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন ব্যাংকক পেঁৗছায়, তখনও জানতো না কাদের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ।

আশা ছিল থাই জাতীয় দলের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেটা হয়নি। তারপরও এক সপ্তাহের নিবিড় অনুশীলনে নিজেদের অনেক গুছিয়ে নিয়েছে ক্রুইফ বাহিনী। প্রস্তুতি ম্যাচে সারাবুরির কাছে হারের পরও অসন্তুষ্ট ছিলেন না কোচ ডি ক্রুইফ। তিনি প্রস্তুতি ম্যাচগুলো থেকে ফুটবলারদের ভুলগুলো টুকে নিতে চাইছেন।

যাতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেই ভুলগুলো শুধরে নেওয়া যায়। আজ প্রতিপক্ষ থাইল্যান্ড অনূধর্্ব-১৯ দল। প্রতিপক্ষ যুবদল হলেও হালকাভাবে নিচ্ছেন না ম্যাচটিকে। ম্যাচটিকে সিরিয়াসলি নিয়েছেন ক্রুইফ, 'প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে আমি মোটেই ভাবছি না। আমি ফুটবলারদের টেশনিক্যাল ভুলগুলোর বিষয়ে মনোযোগ দিতে চাই।

আগামীকালও (আজ) আমরা একই বিষয়ের দিকে মনোযোগ দিব। প্রতিপক্ষ দলগুলো অনেক সংঘটিত এবং শক্তিশালী। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.