আমার ব্যক্তিগত ব্লগ
মনের মানুষ বলতে কি বুঝায়? যে মনের খুব কাছে থাকে? এর মানেই বা কি? মনের কাছে মানে তাকে যখন যেখানে এক্সপেক্ট করবেন সে সেখানে উপস্থিত হবে?
নাকি যার কথা সব সময় আপনার মনে পড়ে সেই মনের মানুষ। যে কিছু না করেও আপনার মনের সব জায়গায় দখল করে আছে সে মনের মানুষ।
আমার ধারনা প্রথমে কোন এক্সপেক্টেশন ছাড়াই সব ভাল লাগে, মন থেকে। যার কথা ভাবলেই মন আনন্দে নেচে ওঠে সেই মনের মানুষ। এ শর্ত যখন পূরণ হয়ে যায় তখন মন শুধু চায় না, নানা ভাবে তাকে এক্সপেক্ট করে। আর তখনই বাধে গন্ডোগোল। সবাই সবার এক্সপেক্টেশন বুঝতে পারে না, সবাই সবাইকে সব বিষয় ছাড় দিতে পারে না। তাই বিয়ের আগে এই অবস্থা হলে হয় ছাড়াছাড়ি নয় সমঝোতা করে নিতে হয়। বি্যের পরে হলে হয় সমঝোতা, নয় ছাড়াছাড়ি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।