আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে ছাত্রলীগের নেতৃত্বে আবারও ‘আদুভাই'

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের মধ্যে আবার পদের আশায় আদুভাই হওয়ার হিড়িক শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় রয়েছে ভিসির অঞ্চলের এবং তার আশীর্বাদপুষ্ট একটি গ্রুপ। বর্তমান নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। গত বছরের ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দু‘পক্ষের সংঘর্ষের ঘটনায় জাবিতে সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ নেতা-কর্মীকে বহিষ্কার করে এবং পারভেজ ও আজগরের নেতৃত্বে নতুন ছাত্রলীগ প্রতিষ্ঠা করে।

বাংলা বিভাগের ছাত্র পারভেজের ছাত্রত্ব এক বছর আগেই শেষ হওয়ার কথা থাকলেও সে পরীক্ষা না দিয়ে ছাত্রত্ব টিকিয়ে রেখেছে। আজগর আলী গতবছর পরীক্ষা না দিয়ে এবার মাস্টার্সের সকল পরীক্ষা শেষ করলেও মৌখিক পরীক্ষায় অংশ নেবে না বলে জানা গেছে। এ বিষয়ে আজগর আলী বলেন, হলে যদি কারো পাই তাহলে তার হাতে নেতৃত্ব দিয়ে ক্যাম্পাস ছেড়ে দেবো। তাছাড়া এখনো চিন্তা-ভাবনার সময় তো আছে। প্রক্টরের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল দখল নেয়া শামীম পর পর দু’বছর পরীক্ষা না দিয়ে আদুভাই হয়ে ক্যাম্পাসে ফিরে এসেছে।

ওই হলের শরীফের ছাত্রত্ব গতবছর শেষ হলেও সে পদের আশায় হলে রয়েছে। এদিকে আজগরের নামে ঢাকা-আরিচা মহাসড়কে গ্রীনওয়ে, বোরাক, হানিফ ও সুপার বাসের কাউন্টার থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ করেছে জুনিয়র কর্মীরা। সদ্য সমাপ্ত হওয়া শহীদ রফিক-জব্বার হলের টে-ারের ১০ লাখ টাকা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সোহেল-জনি, পারভেজ,আজগর ভাগবাটোয়ারা করে নেয় বলে একাধিক সুত্রে জানাগেছে। এছাড়া পুরাতনের কলাভবনের সামনে একটি পুরাতন ভবন ও মীর মশাররফ হোসেন হলের সামনে রাস্তা মেরামতের কাজ পাইয়ে দিয়ে ঠিকাদারদের কাছে ৩০ হাজার টাকা আজগর পারভেজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পারভেজ এসব বিষয়ে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।

আজগরের নিয়ন্ত্রণাধীন মওলানা ভাষানী হলের ছাত্রলীগ কর্মী স¤্রাট পাশ্ববর্তী এলাকার একটি পোল্ট্রিফার্ম থেকে ৩০ হাজার মুরগী চুরি করে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি রাশদুল ইসলাম শাফিন বলেন, ভিসি আমাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করে নিজ অঞ্চলের কর্মীদের দিয়ে নব্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করে ছিনতাই, চুরি, চাঁদাবাজি করে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.