আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে কার্টুন প্রর্দশনী শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযদ্ধের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনের অনুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দুই দিনব্যাপী এ কার্টুন প্রদর্শনী অনুষ্ঠান চলবে।

জানা যায়, মুক্তিযুদ্ধের সময় অনেক মহান চিত্রকরই আপন তুলির আঁচড়ে বিশ্বকে জানিয়েছিলেন বাস্তব চিত্র। তৎকালীন সময়ে সেইসব চিত্রকরদের তৈরী কার্টুনের মধ্যেই বাঙময় হয়ে উঠেছিল প্রকৃত অবস্থা। বাংলাদেশের কামরুল হাসান ও রফিকুন্নবী (রনবী), ভারততের অমল চক্রবর্তী এবং ব্রিটিশ-কানাডীয় বিখ্যাত কার্টুনিস্টরা স্বাধীনতা যুদ্ধের বাস্তবচিত্র ধারণ করেছেন তাদের কার্টুনে।

তৎকালীন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় তাদের কার্টুন ছাপা হয়েছিল। তাদের এই নীরব প্রতিবাদী ভাষার মাধ্যমে বিশ্ববাসী জেনেছিল বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের কথা।

মহান মুক্তিযুদ্ধে এসব মহান কার্টুনিস্টদের প্রতি কৃতজ্ঞতা জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় চারুকলা বিভাগের আয়োজনে "৭১ এর দ্রোহ: কার্টুনে মুক্তিযুদ্ধ" শীর্ষক মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনের অনুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার  ও ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেই সব কার্টুনের অনুলিপি প্রর্দশন করা হবে।

Infusion, Cultural Club of IBA-JU এর সহযোগিতায় অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করছেন শিল্পী এম এম ময়েজউদ্দিন এবং কার্টুনিস্ট তন্ময় শুভ্র।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.